shono
Advertisement

Breaking News

বিকৃত অঙ্গ নিয়ে জন্ম শিশুর, সদ্যোজাত বদলের অভিযোগে ক্ষুব্ধ পরিবার

দায়ের হয়েছে এফআইআর৷ The post বিকৃত অঙ্গ নিয়ে জন্ম শিশুর, সদ্যোজাত বদলের অভিযোগে ক্ষুব্ধ পরিবার appeared first on Sangbad Pratidin.
Posted: 08:19 PM Jun 21, 2018Updated: 08:49 PM Jun 21, 2018

গৌতম ব্রহ্ম: একটি হাত ও পায়ের দুটি আঙুল নেই৷ সদ্যোজাতের মুখটিও ভয়ঙ্কর৷ শিশু বদলের অভিযোগ পরিবারের সদস্যদের৷ কাঠগড়ায় মুকুন্দপুরের একটি বেসরকারি হাসপাতাল৷ হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের৷ হাসপাতালের মালিক ও অভিযুক্ত চিকিৎসককে গ্রেপ্তার করেছে পুলিশ৷

Advertisement

[তিনদিনে শহরে জলে ডুবে মৃত্যু পাঁচজনের, বাড়ছে উদ্বেগ]

ই এম বাইপাস লাগোয়া মুকুন্দপুরেই থাকেন সুকান্ত বিশ্বাস৷ বুধবার বিকেলে স্থানীয় গ্রিনপার্ক নার্সিংহোমে সন্তান প্রসব করেন তাঁর স্ত্রী তাপসী৷ তাঁর ভাসুর তাপস বিশ্বাস জানিয়েছেন, বিকেল সাড়ে পাঁচটা নাগাদ অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয় তাপসীদেবীকে৷ সন্ধে সাড়ে সাতটা নাগাদ সন্তান প্রসব করেন তিনি৷ পরিবারের লোকেদের অভিযোগ, রাত ন’টা নাগাদ মা ও সদ্যোজাতকে জেনারেল বেডে দেওয়া হয়৷ তখন তাঁরা দেখেন, শিশুটির হাত ও পায়ের আঙুল নেই৷ মুখটিও ভয়ঙ্কর৷ তাপসী বিশ্বাসের বাড়ির লোকের দাবি, সদ্যোজাতের শারীরিক বিকৃতির বিষয়টি জানালে, প্লাস্টিক সার্জারি করার পরামর্শ দেন মুকুন্দপুরের গ্রিনপার্ক নার্সিংহোমের চিকিৎসকরা৷ হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে শিশু বদলের অভিযোগে এফআইআর করেছেন তাপসী বিশ্বাসের পরিবারের লোকেরা৷ হাসপাতালের মালিক ও অভিযুক্ত চিকিৎসককে গ্রেপ্তার করেছে পুলিশ৷

[জামাইষষ্ঠী থেকে ফেরার পথে আক্রান্ত দম্পতি, সোদপুর স্টেশনে বধূকে ধর্ষণের চেষ্টা]

রোগীর পরিবারের বক্তব্য, গত নভেম্বর মাস থেকে গ্রিন পার্কের ওই নার্সিংহোমে চিকিৎসাধীন তাপসী বিশ্বাস৷ প্রথম থেকে তাঁকে দেখছেন ওই নার্সিংহোমের গাইনোকোলজিস্ট জিনিয়া পাল৷ গর্ভাবস্থায় একাধিকবার আলট্রাসনোগ্রাফিও করা হয়েছে প্রসূতির৷ তখন সবকিছুই স্বাভাবিক বলে জানিয়েছিলেন ওই চিকিৎসক৷ তাহলে এখন বিকৃত অঙ্গ নিয়ে কী করে শিশু জন্মাল? তাপসী বিশ্বাসের পরিবারের অভিযোগ, অপারেশন থিয়েটারেই শিশু বদলে দিয়েছে নার্সিংহোম কর্তৃপক্ষ৷ এমনকী, অপারেশন থিয়েটার থেকে একজনকে বস্তা হাতে বেরিয়ে যেতেও দেখেছেন বলে দাবি করেছেন তাঁরা৷ এখন ওই শিশুটি এনআরএস হাসপাতালে চিকিৎসাধীন৷

[বৃষ্টি হলেও আর্দ্রতার জন্য অস্বস্তি থাকবে বঙ্গে, সপ্তাহান্তে সক্রিয় হবে মৌসুমি বায়ু]

The post বিকৃত অঙ্গ নিয়ে জন্ম শিশুর, সদ্যোজাত বদলের অভিযোগে ক্ষুব্ধ পরিবার appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement