shono
Advertisement

‘কাশ্মীরের ক্লিওপেট্রা’ কোটারানির জীবনী এবার বড়পর্দায়

জানুন কে ছিলেন এই কোটারানি। The post ‘কাশ্মীরের ক্লিওপেট্রা’ কোটারানির জীবনী এবার বড়পর্দায় appeared first on Sangbad Pratidin.
Posted: 05:49 PM Aug 27, 2019Updated: 05:51 PM Aug 27, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:   ভূ-স্বর্গ কাশ্মীর মানেই একদিকে তুষারাবৃত পাহাড়-উপত্যকা। আর অন্যদিকে, পাহাড়ের গায়ে সবুজ মাদুর বিছানোর মতো সারি সারি পাইন, ফারের সমারোহ। প্রকৃতি যেন ঢেলে সাজিয়েছে ভূখণ্ডের এই অংশকে। দেশের নব কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীর বর্তমানে একাধিক কারণে শিরোনোমে। ৩৭০ ধারা বাতিলের পর বলিউডের চোখ রীতিমতো কাশ্মীরের দিকেই। বলিউড এখন আদ্যোপান্ত ট্রেন্ডের উপর নির্ভরশীল। এক্ষেত্রে রাজনীতি আর ইতিহাস পরিচালকদের অন্যতম পছন্দের বিষয়। সেই ভূ-স্বর্গের শেষ হিন্দু সম্রাজ্ঞীর কাহিনিই এবার আসতে চলেছে রুপোলি পর্দায়।

Advertisement

[আরও পড়ুন: ‘প্রধানমন্ত্রী হিসেবে আবার মনমোহন সিংকেই চাই’, ফের অপর্ণার তোপে মোদি]

ইতিহাসের পাতা বলছে জম্মু ও কাশ্মীর উপত্যকার শেষ হিন্দু সম্রাজ্ঞী ছিলেন কোটারানি। যিনি ‘কাশ্মীরের ক্লিওপেট্রা’ নামেও পরিচিত। যাঁর গল্প অবশ্য অনেকেরই অজানা। এবার কাশ্মীর উপত্যকার ইতিহাসের সেই অজানা দিকগুলিই আসতে চলেছে বড় পর্দায়। নেপথ্যে রিলায়েন্স এন্টারটেইনমেন্ট এবং মধু মন্তেনার ফ্যান্টম ফিল্মস। ছবির নামকরণ এখনও হয়নি যদিও, তবে ঘনিষ্ঠ সূত্র বলছে প্রি-প্রোডাকশনের কাজ আপাতত শুরু হয়ে গিয়েছে। মঙ্গলবারই ফ্যান্টম ফিল্মসের তরফে সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করা হয়েছে এই খবর। নিশ্চিত করেছেন মধু মন্তেনা নিজেও।

“কোটারানির জীবন বেশ নাটকীয় ছিল এবং তিনিই সম্ভবত এখনও পর্যন্ত ভারতের সবথেকে সফল নারীশাসকদের মধ্যে অন্যতম।”

‘কাশ্মীরের ক্লিওপেট্রা’ কোটারানি তাঁর সাম্রাজ্যকে আক্রমণকারীদের হাত থেকে নিজ বুদ্ধিতে রক্ষা করেছিলেন। তিনি শুধুমাত্র সাহসী যোদ্ধাই নন, একজন দুর্দান্ত প্রশাসক। এবং তাঁর সামরিক কৌশলও নাকি সেই সময়ে অনায়াসে দশ গোল দিতে পারত যে কোনও রাজার মগজাস্ত্রকে। শুধু তাই নয়, দেখতেও সুন্দরী ছিলেন। যিনি কি না তাঁর সৌন্দর্য ব্যবহার করেছিলেন পুরুষদের উপর ক্ষমতা কায়েম করতে। ঠিক এরকমই একটি চরিত্র পর্দায় তুলে ধরতে চলেছে ফ্যান্টম ফিল্মস এবং রিলায়েন্স এন্টারটেইনমেন্ট।

[আরও পড়ুন: অকালে টাক পড়েছে আয়ুষ্মানের! ঝড় তুলল ভাইরাল ভিডিও]

প্রযোজক মধু মন্তেনার কথায়, “ভারতীয় হিসেবে আমরা কোটারানির ব্যক্তিত্ব সম্পর্কে খুব কমই জানি। ক্লিওপেট্রার সঙ্গে তাঁর তুলনা করাও অত্যুক্তি হবে না। কোটারানির জীবন বেশ নাটকীয় ছিল এবং তিনিই সম্ভবত এখনও পর্যন্ত ভারতের সবথেকে সফল নারীশাসকদের মধ্যে অন্যতম। তাই এরকম একটি ঐতিহাসিক চরিত্রের গল্প না বলা কিংবা না জানা দুটোই লজ্জার ব্যাপার।”

The post ‘কাশ্মীরের ক্লিওপেট্রা’ কোটারানির জীবনী এবার বড়পর্দায় appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup অলিম্পিক`২৪ toolbarvideo শোনো toolbarshorts রোববার