সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরিচালক হনসল মেহতার ছবিতে এবার উঠে আসবে বাংলাদেশে সন্ত্রাসবাদী হামলার গল্প। ২০১৬ সালের ১ জুলাই, ঢাকার আর্টিসান বেকারি রেস্তোরাঁয় যে ভয়াবহ সন্ত্রাসবাদী হামলা হয়েছিল, তাকে প্রেক্ষিত করেই ‘ফারাজে’র গল্প তৈরি করেছেন হনসল। এই হামলায় জঙ্গিরা প্রায় ২০ জনকে হত্যা করেছিল। যার মধ্যে ১৭ জন ছিলেন বিদেশি। বাকিদের রেস্তরাঁর ভিতরই বন্দি রাখা হয়েছিল। বন্দিদের মধ্যেই ছিলেন ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান লতিফুর রহমানের নাতি ফরাজ আয়াজ হোসেইন। ২০ বছরের ফরাজ মুসলিম হওয়ায়, তাঁকে টার্গেট করেনি জঙ্গিরা। কিন্তু, নিজের দুই বন্ধুকে রেস্তোরাঁয় রেখে বেরিয়ে যেতে নারাজ ছিল সে। ইসলামের বদনাম হোক তা চায়নি বাংলাদেশের ফরাজ। রুখে দাঁড়িয়েছিল। আর সেই কারণেই ওই রেস্তোরাঁয় তাঁকে হত্যা করে জঙ্গিরা। ফারাজের সেই সাহসী গাঁথাকেই পর্দায় নিয়ে আসছেন হনসল মেহতা। সোমবার মুক্তি পেল এই ছবির ট্রেলার। ট্রেলারেই চমকে দিয়েছেন পরিচালক হনসল।
এই ছবি থেকেই বলিউডে পা রাখতে চলেছেন শশী কাপুরের নাতি জাহান কাপুর। ট্রেলারেই জাহান প্রমাণ করলেন তিনি লম্বা রেসের ঘোড়া হয়েই বলিউডে পা রাখতে চলেছেন। তাঁর গায়েও যে কাপুর বংশের অভিনয়ের রক্ত রয়েছে, তা জাহানের অভিব্যক্তিতেই স্পষ্ট। ট্রেলার দেখে রীতিমতো গায়ে কাঁটা দেবে। ৩ ফেব্রুয়ারি মুক্তি পাবে এই ছবি।
প্রসঙ্গত, সম্প্রতি ‘দ্য কাশ্মীর ফাইলস’ ছবির পরিচালক বিবেক অগ্নিহোত্রীকে কটাক্ষ করেছেন হনসল মেহতা। ০২৩ সালের অস্কারে শর্ট লিস্টে জায়গা করে নিয়েছে ‘দ্য কাশ্মীর ফাইলস’। মঙ্গলবার নিজেই টুইট করে এই সুখবর জানিয়েছিলেন ছবির পরিচালক বিবেক অগ্নিহোত্রী (Vivek Agnihotri)। আর এরপরই তাঁকে কটাক্ষ করেছেন আরেক পরিচালক হনসল মেহতা। তাঁর দাবি, মিথ্যে বলছেন বিবেক।
[আরও পড়ুন: ‘আমি আদিলের বউ, আমাকে টাচ করবেন না!’ ভক্তকে হুঁশিয়ারি রাখি সাওয়ান্তের]
ঠিক কী বলছেন হনসল? তিনি নিউ ইয়র্কের কলাম লেখক অসীম ছাবড়ার একটি টুইট রিটুইট করেছেন। সেখানে বলা হয়েছে, ‘একটা বিষয় পরিষ্কার করে দেওয়া দরকার। বিভেদ সৃষ্টিকারী ছবিটির পরিচালক যে দাবি করছেন তাঁর ছবি অস্কারে শর্টলিস্টেড হয়েছে, তা মিথ্যে। ওঁর ছবিটি কেবল অস্কারের জন্য মনোনীত হয়েছে। যে ছবিই মনোনীত হতে পারে যদি সেটা কিছুদিনের জন্য লস অ্যাঞ্জেলসে চলে থাকে।’ হনসল মেহতা এই টুইটটিই শেয়ার করে লিখেছেন, ‘আপনি গণহত্যাকে অস্বীকার করা রাষ্ট্রবিরোধী।’