সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মঞ্চে ভাষণ দিচ্ছেন মন্ত্রী। হঠাৎ সেই মঞ্চে হাজির এক কৃষক। কেউ কিছু বুঝে ওঠার আগেই মহারাষ্ট্রের মন্ত্রী নীতেশ রানার গলায় পরিয়ে দিলেন পেঁয়াজের মালা। এই ঘটনা ঘটেছে মহারাষ্ট্রের চিরাই গ্রামে। জানা গিয়েছে, হঠাৎ করে কুইন্টাল প্রতি পেঁয়াজের দাম কমে যাওয়ায় ক্ষুব্ধ মহারাষ্ট্রের কৃষকরা। যার জেরেই এই প্রতিবাদ।
চলতি বছরের শুরুতে ঘরোয়া বাজারে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে পেঁয়াজ রপ্তানির উপর ২০ শতাংশ করে শুল্ক চাপিয়েছে কেন্দ্রীয় সরকার। যার জেরে কুইন্টাল পিছু ২ হাজার টাকা করে কমে গিয়েছে পেঁয়াজের দাম। কৃষকদের অভিযোগ এই সিদ্ধান্তের জেরে ক্ষতিগ্রস্ত হচ্ছেন তাঁরা। কেন্দ্রীয় সরকার এই ঘটনায় কোনও পদক্ষেপও নিচ্ছে না। তাতে ক্ষোভ আরও বাড়ছে কৃষকদের। মহারাষ্ট্রে কৃষকদের ক্ষোভের মাঝেই চিরাই গ্রামে এক সাধুর পাদুকা দর্শনে গিয়েছিলেন রাজ্যের মৎসমন্ত্রী নীতেশ রানা। সেখানে মঞ্চে ভাষণ দিতে যাওয়ার সময় রাত্রি হঠাৎ সেখানে উপস্থিত হন এক যুবক। মন্ত্রীর গলায় পরিয়ে দেওয়া হয় পেঁয়াজের মালা। রাত ৯টা নাগাদ এই ঘটনা ঘটে। সঙ্গে সঙ্গে সেখানে উপস্থিত পুলিশ কর্মীরা আটক করেন তাঁকে। যদিও পরে ছেড়ে দেওয়া হয় ওই যুবককে।
এদিকে সময়ের সঙ্গে সঙ্গে পেঁয়াজের দাম নিয়ে ক্ষোভ ক্রমশ বাড়ছে কৃষকদের। কয়েকদিন আগে রাজ্যের উপমুখ্যমন্ত্রী অজিত পওয়ার এই শুল্ক প্রত্যাহারের জন্য কেন্দ্রের কাছে আবেদন জানান। তিনি বলেন, আবহাওয়া পরিবর্তন, ঝড় ও বৃষ্টির জেরে পেঁয়াজ উৎপাদনে সমস্যায় চাষীরা। এবারও তাঁদের বিপুল ক্ষতির মুখে পড়তে হয়েছে। এর উপর ২০ শতাংশ রপ্তানি শুল্ক কৃষকদের কাছে গোদের উপর বিষফোঁড়া। যদিও অজিতের আবেদনের কোনও প্রভাব পড়েছে মোদি সরকারের উপর।