shono
Advertisement

Breaking News

‘বাবার মন্তব্যে দুঃখিত’, কৃষকদের সমর্থন করলেও যোগরাজ সিংয়ের মতে সায় নেই যুবরাজের

বাবার কোন মন্তব্যের জন্য দুঃখপ্রকাশ করলেন যুবি?
Posted: 08:55 AM Dec 12, 2020Updated: 08:55 AM Dec 12, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কৃষকদের সমর্থনে সুর চড়িয়ে ক্রীড়াবিদদের পুরস্কার ফিরিয়ে দেওয়ারও সিদ্ধান্তের প্রশংসা করেছিলেন যোগরাজ সিং। সেই সময় যদিও কোনও প্রতিক্রিয়া দেননি ছেলে যুবরাজ সিং (Yuvraj Singh)। তবে রবিবার নিজের জন্মদিনে মনের কথা প্রকাশ করলেন তিনি। জানালেন, বাবার মন্তব্যে তিনি অত্যন্ত দুঃখিত। সঙ্গে এও স্পষ্ট করে দেন, এক্ষেত্রে বাবা যোগরাজের সঙ্গে তাঁর মতানুভেদ রয়েছে।

Advertisement

কৃষি আইন নিয়ে উত্তাল গোটা দেশ। আইন প্রত্যাহার করার দাবি তুলে দিল্লিতে বিক্ষোভ দেখিয়ে চলেছেন কৃষকরা। পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টায় আন্দোলতরত কৃষকদের সঙ্গে দফায় দফায় বৈঠকও করছে কেন্দ্র। কিন্তু এখনও মেলেনি কোনও সমাধান সূত্র। প্রতিবাদ স্বরূপ নিজেদের পুরস্কার ফিরিয়ে দিচ্ছেন বহু ক্রীড়াবিদ। পাঞ্জাব ও হরিয়ানার বক্সার থেকে হকি তারকা, সকলেই এভাবেই প্রতিবাদ জানাচ্ছেন। খেলরত্ন পুরস্কার ফেরানোর হুঁশিয়ারি দিয়েছেন ভারতীয় বক্সার বিজেন্দর সিংও। যে পদক্ষেপকে স্বাগত জানান যোগরাজ সিং। গত সোমবার তিনি বলেন, “কৃষি আইন প্রত্যাহার নিয়ে এবার কেন্দ্রকে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। আর যাঁরা এর প্রতিবাদে পুরস্কার ফিরিয়ে দিচ্ছেন, তাঁদের কুর্নিশ জানাই।”

[আরও পড়ুন: উইঘুর মুসলিমদের শনাক্তকারী সফ্‌টওয়্যার তৈরির বিরুদ্ধে অভিনব প্রতিবাদ গ্রিজম্যানের]

বাবার সেই সব বক্তব্যের জন্যই এবার দুঃখপ্রকাশ করলেন যুবি। রবিবার ঘড়ির কাঁটায় ১২টা বাজতেই বড়সড় একটি লেখা পোস্ট করেন প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার। কৃষকদের সমস্যার দ্রুত সমাধানের প্রার্থনা করেন তিনি। একইসঙ্গে করোনার বিরুদ্ধে লড়াইয়ের জন্য প্রত্যেককে সচেতনতা অবলম্বনের অনুরোধও জানান।

পোস্টে যুবি লেখেন, “জন্মদিনে সেলিব্রেশনের চেয়েও ইচ্ছেপূরণ হলে বেশি ভাল লাগে। আর আমার ইচ্ছে কেন্দ্র ও কৃষকদের আলোচনায় কোনও রফা সূত্র বেরিয়ে আসুক দ্রুত। আর কৃষক বিক্ষোভের মঞ্চ থেকে যোগরাজ সিং যা বলেছেন, তার জন্য আমি খুবই দুঃখিত। একটা বিষয় স্পষ্ট করে দিতে চাই, এটা ওঁর ব্যক্তিগত মত। আমার ভাবধারার সঙ্গে এর কোনও মিল নেই।”

[আরও পড়ুন: গোলদাতা মনবীরই বনলেন ভিলেন, এক গোলে এগিয়েও ড্র করেই মাঠ ছাড়ল এটিকে মোহনবাগান]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement