shono
Advertisement

Breaking News

দিল্লির বিক্ষোভে মৃত্যু আরও এক কৃষকের, প্রাণ গেল দুই পুলিশকর্মীরও, কড়া পদক্ষেপ হরিয়ানার

বিক্ষোভকারী কৃষকদের বিরুদ্ধে মামলা হতে পারে জাতীয় নিরাপত্তা আইনে।
Posted: 01:59 PM Feb 23, 2024Updated: 05:08 PM Feb 23, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিল্লির কৃষক বিক্ষোভে আরও এক কৃষকের মৃত্যু। পাঞ্জাব ও হরিয়ানা (Punjab and Haryana) সীমানায় বিক্ষোভ (Farmer Protest) চলাকালীন প্রাণ হারালেন ৬২ বছর বয়সী কৃষক দর্শন সিং। হার্ট অ্যাটাকে তাঁর মৃত্যু হয়েছে বলে দাবি পুলিশের। শুক্রবার সকালে বিক্ষোভ চলাকালীন অসুস্থ বোধ করেন তিনি। হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।

Advertisement

এই নিয়ে চলতি কৃষক বিক্ষোভে পাঁচজন কৃষকের মৃত্যু হল। এর আগে বুধবার ২৪ বছর বয়সি এক কৃষকের মৃত্যু হয় শম্ভু সীমানায়। গত রবিবার সন্ধ্যায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছিল বছর সত্তরের আরেক কৃষকের। তার আগে ১৬ ফেব্রুয়ারি ৭৮ বছরের জ্ঞান সিং প্রয়াত হন বিক্ষোভের মাঝে। এর মধ্যে মৃত্যু হয় আরও এক কৃষকের।

[আরও পডুন: ‘ডাকলেই যাবে কেন?’, গভীর রাতে মিটিং নিয়ে মহিলাদেরই তোপ সন্দেশখালির তৃণমূল নেত্রীর]

শুধু কৃষক নয়, এই বিক্ষোভ রুখতে গিয়ে রক্ত ঝরছে পুলিশকর্মীদেরও। হরিয়ানা পুলিশ জানিয়েছে, অম্বালায় বৃহস্পতিবার রাতে আন্দোলনকারী কৃষকদের সঙ্গে সংঘর্ষে দু’জন পুলিশকর্মীর মৃত্যু হয়েছে। আহত পুলিশকর্মীর সংখ্যা তিরিশেরও বেশি। পুলিশ বলছে, আন্দোলনকারীরা জোর করে দিল্লিতে ঢোকার চেষ্টা করায় উত্তেজনা ছড়ায়। দু’পক্ষের সংঘর্ষে রীতিমতো উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। সেই বিক্ষোভ থামাতে গিয়ে কর্তব্যরত দুই পুলিশ আধিকারিকের মৃত্যু হয়।

[আরও পড়ুন: এবার অসন্তোষ মহারাষ্ট্রে? উদ্ধব-পওয়ারকে ফোনে কী বোঝালেন রাহুল?]

এদিকে হরিয়ানা পুলিশ (Haryana Police) ইতিমধ্যেই বিক্ষোভকারী কৃষকদের বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা আইনে মামলা করার হুঁশিয়ারি দিয়েছে। হরিয়ানা সরকার আবার জানিয়ে দিয়েছে, বিক্ষোভের নামে কোনওরকম সরকারি সম্পত্তি নষ্ট করলে কৃষকদের সম্পত্তি বাজেয়াপ্তো করা হবে। তবে সেই হুঁশিয়ারির পরও বিক্ষোভে রাশা টানা যায়নি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement