নন্দিতা রায়, নয়াদিল্লি: নেহরু স্মরণে কংগ্রেসের পাশে তৃণমূল কংগ্রেস। দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু-র জন্মদিন উপলক্ষে বৃহস্পতিবার পুরনো সংসদ ভবন তথা সংবিধান সদনের সেন্ট্রাল হলে কংগ্রেস নেতাদের সঙ্গে ইন্ডিয়া জোটে থাকা রাজনৈতিক দলগুলির মধ্যে থেকে একমাত্র তৃণমূলের প্রতিনিধিই নেহরুর প্রতিকৃতিতে শ্রদ্ধাজ্ঞাপন করেছেন।
কংগ্রেস নেতা কে সি বেণুগোপাল, জয়রাম রমেশদের সঙ্গে তৃণমূলের তরফ থেকে রাজ্যসভার দলনেতা ডেরেক ও ব্রায়েন এদিন সকালে সেন্ট্রাল হলে হাজির ছিলেন। এদিনের অনুষ্ঠানে তৃণমূলের উপস্থিতি তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। কিছুদিনের মধ্যেই সংসদের শীতকালীন অধিবেশন শুরু হতে চলেছে। তার আগে কংগ্রেসের সঙ্গে তৃণমূলের সৌহাদ্যপূর্ণ সম্পর্ক অধিবেশনে ইন্ডিয়া জোটকে শক্তিশালী করবে বলেই মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা।
আবার এদিন ইন্ডিয়া জোটে থাকা বাকি দলগুলির তরফ থেকে বিশেষ করে দিল্লিতে থাকা সত্ত্বেও আম আদমি পার্টির কোনও নেতা যে নেহরু স্মরণে হাজির ছিলেন না তাও সকলেরই চোখে পড়েছে। এদিকে সরকারপক্ষের তরফ থেকে এদিন সেন্ট্রাল হলে হাজির থেকে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং নেহেরুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন। দীর্ঘদিন পরে সরকারের তরফ থেকে কংগ্রেসের কোনও বড় নেতাকে শ্রদ্ধা জানাতে প্রথম সারির কেন্দ্রীয় মন্ত্রীকে এদিন দেখা গিয়েছে।
অন্যদিকে, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী ওয়াধেরা এদিন সকালে শান্তি বনে নেহরুর সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন। সংসদ বা শান্তি বন এদিন কোথাও দেখা যায়নি কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধীকে। সূত্রের খবর, দিল্লিতে দূষণের মাত্রা চরম পর্যায়ে থাকার দরুন ডাক্তারদের পরামর্শে ঘরের বাইরে বার হচ্ছেন না সনিয়া।