সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলিউডের সবথেকে ব্যস্ত বর্তমানে আলিয়া ভাট। বিটাউনের এই মিষ্টি অভিনেত্রীর ঝুলিতে একের পর এক কাজ। বয়স ত্রিশের কোঠায় হলেও আলিয়া দেখতে ষোড়শী। তাঁর গোলাপি আভাযুক্ত জেল্লাদার ঝকঝকে সেই ত্বক কিন্তু আপনিও পেতে পারেন। সেটা পার্লারে খরচ না করে বাড়িতে বসেই। কীভাবে? অভিনেত্রীর সেই রূপরহস্য এবার ফাঁস হল।
রূপচর্চার উপকরণে মুলতানি মাটির জুড়ি মেলা ভার! সেই কবে থেকেই ঠাকুমা-দিদিমাদের ভরসা এই মাটি। আলিয়াও কিন্তু বাড়িতে মুলতানি মাটির ফেসপ্যাক ব্যবহার করেন। অভিনেত্রী বলেন, আপনার ত্বককেও শ্বাস নিতে দিন। খুব একটা মেকআপ প্রোডাক্ট ব্যবহারেও বিশ্বাসী নন তিনি। তাঁর কথায়, আসলে বেশি প্রসাধনী দ্রব্য ব্যবহার করলে আপনার ত্বকও ধন্দে পড়ে যাবে। মুলতানি মাটি একটি খনিজ সমৃদ্ধ কাদামাটি। এটি প্রাকৃতিকভাবে ক্লিনজার এবং অ্যাস্ট্রিঞ্জেন্ট হিসেবেও ব্যবহার করা যেতে পারে। তৈলাক্ত ত্বকে ব্রণর সমস্যা কমিয়ে ছোপছোপ দাগও দূর করে মুলতানির ফেসপ্যাক। স্কিনকেয়ার রুটিনে তাই মুলতানি মাটি মাস্ট। চলুন জেনে নেওয়া যাক মুলতানি মাটির কোন তিন ফেসপ্যাকে হবে ম্যাজিক!
১) পরিষ্কার এবং উজ্জ্বল ত্বকের জন্য ফেসপ্যাক-
এক চামচ মুলতানি মাটির সঙ্গে আধ চামচ চন্দনগুঁড়ো, ১/৪ চামচ হলুদের গুঁড়ো এবং এক চামচ গোলাপ জল বা দুধ মিশিয়ে পেস্ট তৈরি করুন। এটি মুখে লাগান, পুরোপুরি শুকনো পর্যন্ত রেখে দিন এবং ঠান্ডা জলে ধুয়ে ফেলুন। এক্সফোলিয়েট করে এই ফেসপ্যাক ত্বক ঝকঝকে রাখে।
২) ব্রণর সমস্যা এবং দাগছোপ দূর করার ফেসপ্যাক-
মুলতানি মাটির সঙ্গে নিমেরগুঁড়ো মিশিয়ে অল্প জল দিয়ে একটি গাঢ় পেস্ট তৈরি করুন। এবার দিনের বেলায় ত্বক ক্লিনজিংয়ের পর সেই ফেসপ্যাক ব্যবহার করুন। নিমের অ্যান্টি-ব্যাকটেরিয়াল গুণ ব্রণ কমিয়ে ত্বকের কালচেভাব দূর করে। এবং ত্বক সতেজ রাখে।
৩) তৈলাক্ত ত্বকের জন্য-
এই মাটি তৈলাক্ত ত্বকের জন্য দারুণ কাজ করে। এক চামচ মুলতানি মাটির সঙ্গে আধ চামচ কমলার খোসার গুঁড়ো, ১/৪ চামচ হলুদের গুঁড়ো, এক চামচ লেবুর রস এবং এক চামচ মধু মিশিয়ে একটি ঘন পেস্ট তৈরি করুন। তারপর গোটা মুখ এবং গলায় লাগিয়ে শুকিয়ে গেলে জল দিয়ে ধুয়ে ফেলুন। এই ফেসপ্যাক ব্যবহার করলে ত্বক টানটান এবং সতেজ হয়।