shono
Advertisement
Party Makeup

পার্টি লুকে লিপস্টিকের খেয়াল রাখা জরুরি, এই ভুলগুলো করবেন না

চুটিয়ে পার্টি করেও ঠোঁটের খেয়াল রাখুন।
Published By: Suparna MajumderPosted: 03:38 PM Dec 31, 2024Updated: 04:56 PM Dec 31, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শীতের রাতে বর্ষবরণ। ৩৬৫ দিনের প্রতিটা মুহূর্তের রাগ-হাসি-কান্না-বিরহ চলে যাবে চব্বিশের স্মৃতির অ্যালবামে। পয়লা জানুয়ারি থেকেই শুরু পাঁচিশের পাঁচালি। এই তো সময় পার্টি করার। ফুরফুরে মেজাজে আকাশপানে গ্লাসটি তুলে উল্লাস বলার। পার্টি চলছে, চলবে। তাতে সেজেগুজে তো যেতে হবে। মেকআপ মাস্ট! এই যদি আপনার প্ল্যান হয় তাহলে লিপস্টিকের দিকে বিশেষভাবে খেয়াল রাখা জরুরি। ঠোঁটে লিপস্টিক ব্যবহারের অভ্যেস অনেকেরই রয়েছে। তবে কয়েকটি ভুল এড়িয়ে চলাই ভালো।

Advertisement

ছবি: সংগৃহীত

যে ভুল অনেকেই করে বসেন, তা হচ্ছে ঠোঁটে কোনও লিপবাম কিংবা সানস্ত্রিন বা এসপিএফ-যুক্ত ক্রিম ব্যবহার না করেই সোজাসুজি লিপস্টিক লাগানো। আজ থেকেই এই অভ্যেস ত্যাগ করুন। ঠোঁটের ওপর হালকা লিপবামের স্তর থাকলে লিপস্টিক অতটা ক্ষতি করতে পারে না।

লিক্যুইড ম্যাট লিপস্টিক ব্যবহার না করাই ভালো। এতে ঠোঁট শুকিয়ে চামড়া ফ্যাকাসে হয়ে যায়। তার বদলে টিন্টেড লিপ গ্লস লাগান। এতে ঠোঁট ময়েশ্চারাইজড থাকে।

গ্লাসে লার্জার দেন লাইফ চুমুক, ডান্স ফ্লোরে উত্তাল নাচের পর ক্লান্তিতে ঘুম চলেই আসে। অনেকেই লিপস্টিক পরে ঘুমিয়ে পড়েন। এই কাজটি আপনি করবেন না। যতই ক্লান্তি থাক প্রথমে বেবি অয়েল বা মেকআপ রিমুভার দিয়ে লিপস্টিক তুলুন। তারপর লিপবাম লাগিয়ে তবে ঘুমোতে যান।

ছবি: সংগৃহীত

আর হ্যাঁ, নিত্যদিন গাঢ় রঙের লিপস্টিক পরা বন্ধ করতে হবে। কারণ, যে লিপস্টিকের রং যত গাঢ়, তার মধ্যে সিসা, ক্রোমিয়াম, ম্যাগনেসিয়ামের পরিমাণ তত বেশি। তাই রোজ গাঢ় লিপস্টিকের বদলে ঘুরিয়ে ফিরিয়ে হালকা রঙের শেড ব্যবহার করুন।

পার্টির মেকআপ হালকা হোক বা বেশি, লিপস্টিক খুব গুরুত্বপূর্ণ। তার চেয়েও গুরুত্বপূর্ণ ঠোঁটের খেয়াল রাখা। তাই বুঝেশুনে মেকআপ করুন। তারপর চুটিয়ে পার্টি। ডান্স ফ্লোরে নাচের সমস্ত ব্যকরণ ভুলে যেতেই পারেন। সাজের সম্পূর্ণতায় নতুন বছর খুব ভালো কাটুক। নিজেকে সুস্থ রাখুন।

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ঠোঁটের ওপর হালকা লিপবামের স্তর থাকলে লিপস্টিক অতটা ক্ষতি করতে পারে না।
  • অনেকেই লিপস্টিক পরে ঘুমিয়ে পড়েন। এই কাজটি আপনি করবেন না।
Advertisement