shono
Advertisement
Winter care

শীতের শুরুতেই গোড়ালি ফাটছে? ঘরোয়া উপাদানেই রয়েছে সমাধান

এই সময় পায়ের একটু বিশেই যত্ন দেওয়া প্রয়োজন।
Published By: Akash MisraPosted: 05:38 PM Nov 27, 2024Updated: 05:38 PM Nov 27, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইতিমধ্যেই শীত শীতভাব। চামড়ায় পড়ছে টান। গোড়ালিও ফাটতে শুরু করেছে। এই সময় পায়ের দিকে একটু বিশেই যত্ন দেওয়া প্রয়োজন। না হলেই গোড়ালি ফেটে যাচ্ছে তাই ব্যাপার হয়ে যাবে। আর এই ব্যাপারে ঘরোয়া উপায়েই সমস্যা দূর হবে।

Advertisement

নারকেল তেল

নারকেল তেল ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে। শুষ্ক আবহাওয়ায় ত্বকে আর্দ্রতা জোগায়। নিয়মিত ত্বকে নারকেল তেল মাখলে চামড়া শুকিয়ে যায় না। রাতে ঘুমোতে যাওয়ার আগে পায়ের তলায় নারকেল তেল মালিশ করুন। টানা কয়েক সপ্তাহ পায়ে নারকেল তেল মালিশ করলে পা ফাটার সমস্যা সহজেই এড়াতে পারবেন। সঙ্গে পায়ের গোড়ালিও হবে ঝকঝকে।

পেট্রোলিয়াম জেলি

ঠোঁট হোক বা গোড়ালি, শীতকালে ত্বকের যত্নে দুর্দান্ত কাজ দেয় পেট্রোলিয়াম জেলি। প্রতিদিন গোড়ালিতে পেট্রোলিয়াম জেলি মাখলে পা ফাটার সমস্যা এড়াতে পারবেন। তবে অবশ্যই রাতে শোয়ার আগে এটি মাখুন। আর পরের দিন সকালে ভালো করে পরিষ্কার করে নিন। না হলে গোড়ালিতে নোংরা জমে হিতে বিপরীত হয়ে যাবে।

মাউথওয়াশ

১ ভাগ মাউথওয়াশের সঙ্গে ২ ভাগ জল মিশিয়ে নিন। এর মধ্যে পা ডুবিয়ে রাখুন। মাউথওয়াশ পায়ে থাকা সমস্ত জীবাণু পরিষ্কার করে দেয়। পাশাপাশি ত্বকের আর্দ্রতা ধরে রাখে।

কলার খোসা

ফাটা গোড়ালির উপর কলার খোসা ঘষতে পারে। এছাড়া কলার মেখে নিয়ে ফাটা অংশের উপর লাগাতে পারেন। ২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। কলা গুণেও পায়ের চামড়া ভালো থাকবে।

মধু

পা ফাটার সমস্যা দূর করতে মধুকেও কাজে লাগাতে পারেন। মধু ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে। মধুর মধ্যে অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান রয়েছে, যা ফাটা গোড়ালিকে সংক্রমণের হাত থেকেও রক্ষা করে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ফাটা গোড়ালির উপর কলার খোসা ঘষতে পারে।
  • মধু ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে।
Advertisement