shono
Advertisement

Breaking News

Anurag Kashyap

সাতপাক শেষ হতেই স্বামীর ঠোঁটে ঠোঁট, বিবাহবন্ধনে অনুরাগকন্যা আলিয়া

মেয়ের জীবনের এই বিশেষ মুহূর্ত নিয়ে বেজায় খুশি অনুরাগ কাশ্যপ।
Published By: Akash MisraPosted: 09:08 AM Dec 12, 2024Updated: 09:10 AM Dec 12, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাতপাকে বাঁধা পড়লেন অনুরাগকন্যা আলিয়া কাশ্যপ এবং ব্যবসায়ী শেন গ্রেগ। বহু বছর ধরে প্রেমের সম্পর্কে বাঁধা থাকার পর এবার বিবাহবন্ধনে আবদ্ধ হলেন আলিয়া ও শেন। জমকালো বিবাহ আসরে বুধবার আলিয়া ও শেনের বিয়েতে হাজির ছিল বলিউডের বহু তারকা। হাজির ছিলেন সদ্য বিয়ে হওয়া নাগা চৈতন্য ও শোভিতা ধুলিপালাও।

Advertisement

হালকা গোলাপি প্যাস্টেল শেডের পোশাকেই সেজে উঠেছিলেন আলিয়া ও শেন। আলিয়ার লেহেঙ্গা সেজে উঠেছিল নানা রঙের পাথর। অন্যদিকে শেনের পরনে সোনালি রঙের শেরওয়ানি।

বিয়ের সময় ছাঁদনাতলায় আবেগপ্রবণ হয়ে উঠেছিলেন শেন। বধূ বেশে আলিয়াকে দেখতেই চোখে জল তাঁর। আর অন্যদিকে সাতপাক শেষ হতেই বরের ঠোঁটে ঠোঁট রাখেন আলিয়া। এভাবেই জীবনের নতুন অধ্যায় শুরু করলেন অনুরাগকন্যা।

মে মাসেই সুখবর দিয়েছিলেন অনুরাগ কাশ্যপের কন্যা আলিয়া কাশ্যপ। সোশ্যাল মিডিয়ায় ঘনিষ্ঠ ছবি দিয়ে জানিয়েছিলেন যে বিদেশি প্রেমিকের সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছেন তিনি।

প্রসঙ্গত, বিদেশেই থাকেন আলিয়া কশ্যপ। অনুরাগ ও তাঁর প্রথম স্ত্রী আরতি বাজাজের মেয়ে তিনি। পেশায় ইউটিউবার। বহুদিন ধরেই প্রেমিকের সঙ্গেই থাকেন আলিয়া। গত মে মাসেই শেন গ্রেগয়েরের সঙ্গে আংটিবদলের ছবি শেয়ার করেথিলেন অনুরাগকন্যা। আর বৃস্পতিবার সন্ধেয় মুম্বইতে এক বাগদান পার্টির আয়োজন করেন আলিয়া-শেন। যেখানে নজর কাড়লেন খুশি কাপুর, সুহানা খান, ইব্রাহিম খান, পলক তিওয়ারি মতো স্টারকিডরা।

প্রসঙ্গত, মে মাসের ২০ তারিখ সোশ্যাল মিডিয়ায় দু’টি ছবি শেয়ার করেছিলেন আলিয়া। একটিতে তাঁর হাতে হীরের আংটি দেখা যাচ্ছে, অন্যটিতে প্রেমিককে নিবিড় চুম্বন করছেন তিনি। ক্যাপশনে লেখা- “অবশেষে সেই দিন! আমার সবেচেয়ে প্রিয় বন্ধু, আমার সঙ্গী, আমার সোলমেট এখন আমার বাগদত্ত। তুমিই আমার ভালবাসা, আসল প্রেম কেমন হয় তা আমায় অনুভব করানোর জন্য ধন্যবাদ। তোমায় হ্যাঁ, বলা আমার জীবনের সবচেয়ে সহজ সিদ্ধান্ত। তোমার সঙ্গে সারাটা জীবন কাটানোর জন্য মুখিয়ে রয়েছি। খুব ভালবাসা তোমায় বাগদত্ত (বিশ্বাসই করতে পারছি না এই নামে তোমায় ডাকছি)।” মেয়ের জীবনের এই বিশেষ মুহূর্ত নিয়ে বেজায় খুশি অনুরাগ কাশ্যপও।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মে মাসের ২০ তারিখ সোশ্যাল মিডিয়ায় দু’টি ছবি শেয়ার করেছিলেন আলিয়া।
  • বিয়ের সময় ছাঁদনাতলায় আবেগপ্রবণ হয়ে উঠেছিলেন শেন।
Advertisement