নন্দন দত্ত, সিউড়ি: শ্বশুরের ট্রাক্টর চালাতেন জামাই। সেটাই ছিল তাঁর পেশা। কিন্তু সম্প্রতি সেই ট্রাক্টর বিক্রি করে দেন শ্বশুর। আর সেই রাগেই গুলি চালল জামাই। শনিবার রাতে গুলিবিদ্ধ হয়ে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে রামপুরহাট মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন শ্বশুর। ঘটনাটি ঘটেছে বীরভূমের মল্লারপুর এলাকায়। পলাতক জামাইকে গ্রেপ্তার করে রবিবার সকালে তাঁকে আদালতে তোলা হয়েছে।
মল্লারপুর সন্ধিগড়া বাজার এলাকায় ঘরজামাই থাকতেন অনুপ বায়েন। পেশায় কৃষিজীবী মঙ্গল বায়েনের তৃতীয় মেয়েকে বিয়ে করেছিলেন তিনি। তবে অনুপের স্ত্রী বিশেষভাবে সক্ষম বলে খবর। মঙ্গল বায়েনের একটি ট্রাক্টর ছিল। সেটাই চালাতেন অনুপ। কিন্তু কিছুদিন আগে সেটি বিক্রি করে দেন মঙ্গল। তা নিয়ে শ্বশুর-জামাইয়ের মধ্যে সমস্যা চলছিল বলে খবর। ট্রাক্টর বিক্রি করে দেওয়ায় তা নিয়ে ক্ষুব্ধ ছিলেন অনুপ।
[আরও পড়ুন: ডার্বির টিকিটের ব্যাপক কালোবাজারি! ইস্টবেঙ্গল ক্লাবের কাছ থেকে গ্রেপ্তার ৪ ব্ল্যাকার]
জানা গিয়েছে, শনিবার মঙ্গল বায়েন সাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন। তখনই রাস্তার মাঝে শ্বশুরকে দাঁড় করিয়ে গুলি করে জামাই অনুপ। পেটে গুলি লাগে। মঙ্গলের চিৎকারে গ্রামবাসীরা ছুটে আসে। তাঁকে তড়িঘড়ি রামপুরহাট মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়। এদিকে ঘটনার পরে জামাই অনুপ গা ঢাকা দিয়েছিল। তবে রাতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।