shono
Advertisement

বিয়ে নয়, মেয়ের স্কুলে পড়ার ইচ্ছা শুনেই খুনের চেষ্টা বাবার

অত্যাচার সহ্য করেও বাবার বিরুদ্ধে লড়াই জারি রাখার সিদ্ধান্ত কিশোরীর৷ The post বিয়ে নয়, মেয়ের স্কুলে পড়ার ইচ্ছা শুনেই খুনের চেষ্টা বাবার appeared first on Sangbad Pratidin.
Posted: 04:50 PM Jun 16, 2019Updated: 04:50 PM Jun 16, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছোট থেকে মা বলেছিলেন, পড়াশোনায় মন দিতে৷ মায়ের বাধ্য মেয়ে পৃথিবী উলটে গেলেও সেকথা অমান্য করেনি৷ ধীরে ধীরে বই আর পড়াশোনাই হয়ে গিয়েছে তার জগৎ৷ কিন্তু মধ্যবিত্ত বাবার আবার আলাদা চিন্তা৷ তার কাছে মেয়ে মানে বোঝা ছাড়া কিছুই ন৷ তাই তো মেয়েকে তাড়াতাড়ি শ্বশুরবাড়িতে পাঠিয়ে দেওয়ার চিন্তা করতেন বাবা৷ পড়াশোনার চেয়েও তাঁর কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ বিয়ে৷ কিন্তু কিশোরী মেয়ে বিয়ে করতে রাজি হয়নি৷ প্রতিবাদ করায় ধারালো অস্ত্র দিয়ে মেয়েকে কোপানোর অভিযোগ উঠল বাবার বিরুদ্ধে৷ উত্তরপ্রদেশের এই ঘটনায় উঠেছে নিন্দার ঝড়৷

Advertisement

[ আরও পড়ুন: সিঙ্গল মাদারের সন্তান, স্কুলে ভরতি নিতে প্রিন্সিপালের আপত্তি ঘিরে তুমুল বিতর্ক]

বছর পনেরোর ওই কিশোরী উত্তরপ্রদেশের শাহজাহানপুরের বাসিন্দা৷ কিশোরীর দাবি, বেশ কয়েকদিন ধরেই বাবা পড়াশোনা ছেড়ে তাকে বিয়ে করার জন্য চাপ দিচ্ছিল৷ কিন্তু কিছুতেই রাজি হচ্ছিল না সে৷ দিনকয়েক আগে বাবার সঙ্গে এলাকারই একটি খালের পাশে গিয়েছিল৷ বাবা-মেয়ের দিব্যি গল্প চলছিল৷ কিশোরী জানায়, ‘‘আচমকাই বাবা আমাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়৷ গলায় কাপড়ের ফাঁস দেওয়া হয়৷ এরপর আমাকে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকেন৷ তিনি চাইছিলেন আমি পড়া বন্ধ করে বিয়েতে রাজি হই৷’’

নির্মমতার এখানেই শেষ নয়৷ এরপর বাবা এবং ভাই মিলে কিশোরীকে খালে ফেলে দেয় বলেও অভিযোগ৷ লোক জানাজানি এড়াতে ঘটনাস্থল ছেড়ে চলে যায় দু’জন৷ কোনওক্রমে সাঁতার কেটে খাল থেকে ওঠে সে৷ যোগাযোগ করে জামাইবাবুর সঙ্গে৷ তাঁর তৎপরতায় হাসপাতালে ভরতি করা হয়েছে কিশোরীকে৷ সেখানেই আপাতত চিকিৎসা চলছে তার৷

[ আরও পড়ুন: পুলওয়ামায় ফের জঙ্গি হামলার আশঙ্কা, হাই অ্যালার্ট জারি উপত্যকায়]

দিদির বাড়িতে থেকেই পড়াশোনা করত ওই কিশোরী৷ তার জামাইবাবু বলেন, ‘‘গত দু’মাস ধরে ও আমাদের সঙ্গেই থাকত৷ ওর বাবা চান না পড়াতে৷ বিয়ে দিয়ে দিতে চান৷ মাত্র দু’দিন আগে আমার বাড়ি থেকে ও বাড়ি গিয়েছিল৷ আচমকাই শুনলাম এত কাণ্ড ঘটে গিয়েছে৷’’ কিশোরী তার বাবার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে৷ পুলিশ আধিকারিক দীনেশ ত্রিপাঠী বলেন, ‘‘তদন্তে নেমে প্রথমেই আমরা কিশোরীর বয়ান রেকর্ড করেছি৷ যত দ্রুত সম্ভব ব্যবস্থা নেব৷’’ শরীরে যন্ত্রণা নিয়ে হাসপাতালে ভরতি থাকলেও বাবার বিরুদ্ধে লড়াইয়ের পথ থেকে সরে আসতে নারাজ সে৷ পড়াশোনা শিখে বড় হওয়ার লক্ষ্য পূরণের মাঝে যেন সব বাধাই তুচ্ছ৷

The post বিয়ে নয়, মেয়ের স্কুলে পড়ার ইচ্ছা শুনেই খুনের চেষ্টা বাবার appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement