সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জবলপুর বিমানবন্দরে প্রায় ৩০ জন যাত্রী স্পাইসজেটের কোচ থেকে লাফিয়ে প্রাণে বাঁচলেন! যাত্রী বহনকারী বাসের খুব কাছে চলে এসেছিল এয়ার ইন্ডিয়ার একটি বিমান৷ যাত্রীরা আশঙ্কা করেন, ওই বিমানটি বাসের গায়ে ধাক্কা মারতে পারে৷ সেই ভয়েই তাঁরা বিমানবন্দরের মাটিতে ঝাঁপ দেন৷ সূত্রের খবর, এয়ার ইন্ডিয়ার বিমানের উইংস বা ডানা সত্যি সত্যি যাত্রীবাহী বাসের প্রায় কান ঘেঁষে বেড়িয়ে যায়৷
অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক এয়ার ইন্ডিয়াকে সতর্ক করে এই ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছে৷ সূত্রের খবর, এটিআর-৭২ এয়ারক্রাফট পার্কিংয়ের সময় কোনও পেশাদার মার্শাল ছিলেন না৷ একজন হেল্পার বিমানটি পার্কিংয়ের দিকে ঘোরানোর নেতৃত্ব দিচ্ছিলেন৷ নির্ধারিত সময়ের প্রায় ১৫ মিনিট আগে বিমানটি রানওয়ের মাটি ছুঁয়ে পার্কিংয়ের প্রস্তুতি নিচ্ছিল৷ ঠিক ওই একই সময় স্পাইসজেটের বিমানে উঠতে একদল যাত্রী বোর্ডিং কোচে করে টার্মিনালের দিকে যাচ্ছিলেন৷ বিমানের সঙ্গে কোচটির ধাক্কা লাগার উপক্রম হয়৷ প্রাণ বাঁচাতে যাত্রীরা কোচ থেকে লাফিয়ে পড়েন৷ যাত্রীরা এরকম ঘটনা কোনওদিন প্রত্যক্ষ করেননি বলে দাবি করেছেন৷
শনিবার বেলা ১১টা ৫৮ মিনিট নাগাদ স্পাইসজেট ব়্যাম্প স্টাফরা দেখতে পান এয়ার ইন্ডিয়ার ফ্লাইটটি যাত্রীবাহী কোচের খুব কাছাকাছি চলে আসছে৷ তাঁরা হাত নেড়ে এয়ার ইন্ডিয়ার চালকের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেও ব্যর্থ হন৷ এই ঘটনা দেখে ফেলেন এক যাত্রী৷ তিনি চিৎকার করে কোচ থেকে ঝাঁপ দেন৷ তাঁকে দেখে অন্যান্য যাত্রীরাও ঝাঁপিয়ে পড়েন৷ বিমানবন্দরের ডিরেক্টর রামতনু সাহা জানিয়েছেন, এই ঘটনায় স্পাইসজেট অভিযোগ দায়ের করেছে ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন বা ডিজিসিএ-র কাছে৷
যদিও এই অভিযোগ অস্বীকার করে এয়ার ইন্ডিয়া জানিয়েছে, বিমানের সঙ্গে স্পাইসজেটের যাত্রীবাহী কোচের নিরাপদ দূরত্ব ছিল৷ এয়ার ইন্ডিয়ার পাল্টা অভিযোগ, পার্কিংয়ের পর তাদের টেকনিশিয়ানদের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন স্পাইসজেটের কর্মী ও ক্যাপ্টেন৷ তাদের কাছে সেই ঘটনার সিসিটিভি ফুটেজ রয়েছে বলেও দাবি করেছে এয়ার ইন্ডিয়া৷ যদিও বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, শনিবার এয়ার ইন্ডিয়ার ওই বিমানটি অবতরণের সময় কোনও পেশাদার মার্শাল উপস্থিত ছিলেন না৷ ভাগ্যক্রমে একটি বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়া গিয়েছে৷
The post বিমানের সঙ্গে সংঘর্ষের ভয়ে বোর্ডিং বাস থেকে ঝাঁপ যাত্রীদের appeared first on Sangbad Pratidin.