shono
Advertisement

উৎসবের ক্যালেন্ডার ২০২৩: জেনে নিন কবে দোল, দুর্গাপুজো, দীপাবলি, ইদ

চটপট দেখে নিন ২০২৩ সালে কোন কোন দিনগুলিতে ছুটি কাটাতে পারবেন।
Posted: 05:15 PM Dec 27, 2022Updated: 06:22 PM Dec 27, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাতে আর মাত্র কয়েকটা দিন। তারপরই আমরা পা দেব নতুন বছরে। নতুন উদ্যমে শুরু হবে জীবন। তবে নানা পরিকল্পনার মধ্যে নিশ্চয়ই জেনে নিতে চাইবেন যে ২০২৩ সালে কোন কোন দিনগুলিতে ছুটি কাটাতে পারবেন। স্কুল, কলেজ কিংবা কর্মক্ষেত্রে কোন দিন যেতে হবে না। বরং ছোটখাটো ঘুরতে যাওয়ার প্ল্যান করে ফেলা যাবে। কিংবা কবে পরিবার-বন্ধুদের সঙ্গে মেতে ওঠা যাবে দোল উৎসবে অথবা দিওয়ালিতে। এই প্রতিবেদনে রইল গোটা বছরের ক্যালেন্ডার।

Advertisement

জানুয়ারি:
১৪ জানুয়ারি (শনিবার)- লোহরি
১৫ জানুয়ারি (রবিবার)- মকর সংক্রান্তি/পোঙ্গল
২৬ জানুয়ারি (বৃহস্পতিবার)- সাধারণতন্ত্র দিবস/সরস্বতী পুজো

ফেব্রুয়ারি:
১৮ ফেব্রুয়ারি (শনিবার)- মহাশিবরাত্রি

মার্চ:
৮ মার্চ (বুধবার)- হোলি/দোল উৎসব
৩০ মার্চ (বৃহস্পতিবার)- রাম নবমী

[আরও পড়ুন: কোচ হিসেবে কাজ চালাবেন স্কালোনিই, আশার কথা শোনাচ্ছেন আর্জেন্টিনা ফুটবল সংস্থার প্রেসিডেন্ট]

এপ্রিল:
৪ এপ্রিল (মঙ্গলবার)- মহাবীর জয়ন্তী
৭ এপ্রিল (শুক্রবার)- গুড ফ্রাইডে
৯ এপ্রিল (রবিবার)- ইস্টার
১৪ এপ্রিল (শুক্রবার)- বৈশাখী/বাংলা নববর্ষ
২২ এপ্রিল (শনিবার)- অক্ষয় তৃতীয়া/ইদ-উল-ফিতার

মে:
১ মে (সোমবার)- শ্রমিক দিবস
৫ মে (শুক্রবার)- বুদ্ধ পূর্ণিমা

জুন:
২০ জুন (মঙ্গলবার)- রথযাত্রা
২৯ জুন (বৃহস্পতিবার)- বকরি-ইদ

জুলাই:
৩ জুলাই (সোমবার)- গুরু পূর্ণিমা
২৮ জুলাই (শুক্রবার)- মহরম

আগস্ট:
১৫ আগস্ট (মঙ্গলবার)- স্বাধীনতা দিবস
২৯ আগস্ট (মঙ্গলবার)- ওনাম
৩০ আগস্ট (বুধবার)- রাখি পূর্ণিমা

সেপ্টেম্বর:
৭ সেপ্টেম্বর (বৃহস্পতিবার)- জন্মাষ্টমী
১৯ সেপ্টেম্বর (মঙ্গলবার)- গণেশ চতুর্থী

অক্টোবর:
২ অক্টোর (সোমবার)- গান্ধীজয়ন্তী
১৪ অক্টোবর (শনিবার)- মহালয়া
২১ অক্টোবর (শনিবার)- মহাসপ্তমী
২২ অক্টোবর (রবিবার)- মহাষ্টমী
২৩ অক্টোবর (সোমবার)- মহানবমী
২৪ অক্টোবর (মঙ্গলবার)- বিজয়া দশমী/দশেরা
২৮ অক্টোবর (শনিবার)- কোজাগরী লক্ষ্মীপুজো

নভেম্বর:
১ নভেম্বর (বুধবার)- করবা চৌথ
১০ নভেম্বর (শুক্রবার)- ধনতেরস
১২ নভেম্বর (রবিবার)- দীপাবলি
১৪ নভেম্বর (মঙ্গলবার)- ভাইফোঁটা
১৯ নভেম্বর (রবিবার)- ছটপুজো/গুরুনানক জয়ন্তী

ডিসেম্বর:
২৫ ডিসেম্বর (সোমবার)- বড়দিন

[আরও পড়ুন: পথ দুর্ঘটনার কবলে মোদির ভাই প্রহ্লাদ ও পরিবারের ৫ সদস্য, নিয়ে যাওয়া হয় হাসপাতালে]

(তথ্য সংগৃহীত)

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement