shono
Advertisement

৪৮ দলের বিশ্বকাপ আয়োজনের ভাবনা ফিফা’র

প্রথম রাউন্ডের পরই পরাজিত ষোলো দলকে বাড়ি ফিরে যেতে হবে৷ The post ৪৮ দলের বিশ্বকাপ আয়োজনের ভাবনা ফিফা’র appeared first on Sangbad Pratidin.
Posted: 07:45 PM Oct 04, 2016Updated: 02:15 PM Oct 04, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনি দায়িত্ব নেওয়ার পর থেকেই ফিফা যেন নতুন করে ভাবতে শিখেছে৷ ২০২৬ বিশ্বকাপ ৪৮টি দলকে নিয়ে করার কথা ভাবছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা৷ জিয়ান্নি ইনফান্তিনো সেরকমই জানালেন৷ তাঁর দাবি, প্রথম রাউন্ডের পরই পরাজিত ষোলো দলকে বাড়ি ফিরে যেতে হবে৷ কিন্তু বেশি সংখ্যক দেশকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করতেই এই উদ্যোগ বলে জানালেন ফিফা সভাপতি৷

Advertisement

একটি অনু্ষ্ঠানে গিয়ে ইনফান্তিনো বলছিলেন, “প্রথমদিকে চল্লিশ দল নিয়ে বিশ্বকাপ করার কথা ভেবেছিলাম৷ তাতে অবশ্য হিসাব মেলানো যাচ্ছিল না৷ ৪৮টি দল খেললে টুর্নামেন্ট আয়োজনের ক্ষেত্রে আমাদের সুবিধা হবে৷ তবে এই প্রক্রিয়া এখনই শুরু করা সম্ভব নয়৷ ফুটবল খেলিয়ে দেশগুলির সঙ্গে আলোচনায় বসতে হবে৷” ৩২টি দলের মধ্যে ম্যাচ হয় ৬৪টি৷ ৪৮টি দল খেললে বিশ্বকাপে ম্যাচ সংখ্যা দাঁড়াবে ৮০৷

The post ৪৮ দলের বিশ্বকাপ আয়োজনের ভাবনা ফিফা’র appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement