সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শেষ বার হয়েছিল ৬২-র বিশ্বকাপে। তার পর অর্ধেক শতকের বেশি পেরিয়ে গিয়েছে, কিন্তু ব্রাজিলের সেই কৃতিত্ব অধরা থেকে গিয়েছে। পরপর দু’বার বিশ্বকাপ জয়ের অতিমানবিক কৃতিত্ব। সেই ইতিহাস ছোঁয়ার অসহ্য চাপ নিয়ে আজ, রাশিয়া অভিযানে নামছে জার্মানি। চাপটা আরও বেশি কারণ, এ বারও তাদের অন্যতম ফেভরিট হিসেবে দেখছে ফুটবল বিশেষজ্ঞ থেকে বেটিং সংস্থা, সবাই।
[আজ বিশ্বকাপে শুরু ব্রাজিলের অভিযান, মেসি-রোনাল্ডোর পর নেইমারের দিকে তাকিয়ে বিশ্ব]
কিন্তু কী আশ্চর্য, সেই চাপে ভেঙে পড়া দূরস্থান, পরিস্থিতিটা বরং তারিয়ে তারিয়ে উপভোগ করছেন টমাস মুলার থেকে কোচ জোয়াকিম লো-জার্মান শিবিরের প্রায় সবাই! ‘আমরা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে নামছি, অবশ্যই এটা আমাদের কাছে নতুন একটা পরিস্থিতি। কিন্তু বিশ্বকাপ ধরে রাখার লক্ষ্যে এটা আমাদের কাছে খুব স্পেশ্যাল একটা মোটিভেশন,’ মেক্সিকো ম্যাচের ২৪ ঘণ্টা আগে বলে দিয়েছেন জার্মান ফরোয়ার্ড। এখানেই শেষ নয়। মুলার আরও যোগ করেছেন, ‘পরপর দু’বার বিশ্বকাপ জেতা-কোনও জার্মান টিম করতে পারেনি। বিশ্বকাপ রক্ষার যুদ্ধে নামা ব্যাপারটা তাই আমাদের সবার কাছে খুব স্পেশ্যাল। আমরা সবাই এই যুদ্ধে নামতে মুখিয়ে আছি।’
[বিশ্বকাপে ম্যাচ চলাকালীন লোডশেডিং নয়, কড়া নির্দেশ রাজ্যের]
বিশ্বকাপ নিয়ে ঔদ্ধত্য তাঁর মানায়। যে দুটো বিশ্বকাপ মুলার খেলেছেন, প্রত্যেকটায় পাঁচটা করে গোল রয়েছে। স্কোরকার্ড আপাতত ১০। আর আধ ডজন গোল এলে মুলার ছুঁয়ে ফেলবেন মিরোস্লাভ ক্লোজের জার্মান তথা বিশ্বরেকর্ড। বিশ্বকাপে সবচেয়ে বেশি গোলের নজির। যদিও টিমের সম্ভাবনা নিয়ে মুলার যতটা সরব, ব্যক্তিগত সাফল্য নিয়ে ততটাই সতর্ক। ‘বিশ্বকাপের মঞ্চে একটা গোল করাই এত কঠিন। আর আমার তো ছ’ছটা লাগবে,’ বলে মুলার যোগ করেছেন, “অবশ্যই আমি গোল করতে চাই। আক্রমণ আমার স্টাইল। কিন্তু সব ছেড়ে শুধু নিজের গোল নিয়ে ভাবব, এমন লোক আমি নই। আমি টিমের জন্য খেলি।‘ সঙ্গে যদিও একটা ছোট্ট ফুটনোট জুড়ে দিয়েছেন, ‘তবে আশা করছি কয়েকটা গোল করব। আর মিরো ক্লোজে বাড়ির কাউচে বসে একটু নার্ভাস হয়ে পড়বে!’
[রাতারাতি সুপারস্টার আইসল্যান্ডের গোলকিপার, ফাঁস করলেন মেসিকে রুখে দেওয়ার ফর্মুলা]
অন্য দিকে জার্মান কোচ বলছেন, তাঁরা যে বিশ্বচ্যাম্পিয়ন, রাশিয়া অভিযানের সঙ্গে সেই ছোট্ট তথ্যটার কোনও যোগাযোগই নেই! ‘টিমের মাথায় এখন শুধু একটা চিন্তা– রবিবারের ম্যাচটা জিততে হবে। আমরা যে বিশ্বকাপ জিতেছি, সেটা কেউ মাথায় রাখছি না। হ্যাঁ, টিমে একটা টেনশন আছে। কিন্তু সেটা পজিটিভ টেনশন। যেটা ক্রমশ বাড়ছে। তবে ওই অতীতে কে কী জিতেছি, ও সবে কিছু যায়-আসে না,’ ঘোষণা বিশ্বজয়ী কোচের।
[মেনুতে ফুটবলের ছোঁয়া, শিলিগুড়ির রেস্তরাঁয় হিট মেসি মকটেল, রোনাল্ডো’স চিকেন]
অন্যদিকে, মেক্সিকোর বিরুদ্ধে জার্মানদের রেকর্ডও খুব ভাল। জার্মান ফুটবল অ্যাসোসিয়েশনের পরিসংখ্যান বলছে, দু’দেশের ১১ সাক্ষাতে আমেরিকার পড়শি দেশ জিতেছে মাত্র একবার। বড় টুর্নামেন্টে সাক্ষাতে প্রতিবারই জিতেছে জার্মানি। যার মধ্যে রয়েছে গত বছর কনফেডারেশনস কাপের ৪-১ জয়। দ্বিতীয় সারির টিম নিয়ে জার্মানিকে সেই কনফেডারেশনস কাপ জিতিয়েছিলেন জুলিয়ান ড্র্যাক্সলার। জার্মান মিডফিল্ডার কিন্তু ভক্তদের সতর্ক করে দিয়েছেন যে, রবিবারের ম্যাচটা কনফেড কাপের অ্যাকশন রিপ্লে নাও হতে পারে। ‘ওই টুর্নামেন্টের পর আমাদের টিমে অনেক বদল হয়েছে। তাই কনফেড কাপ নিয়ে পড়ে থাকলে চলবে না। রবিবারের ম্যাচটা একেবারে আলাদা হতে চলেছে,’ বলে ড্র্যাক্সলার আরও যোগ করেছেন, ‘মেক্সিকো শক্তিশালী টিম। বিপক্ষকে চাপে ফেলে দিতে পারে।‘ বিশ্বচ্যাম্পিয়ন বিপক্ষকেও চাপে ফেলতে পারবে মেক্সিকো? দেখা যাক!
The post আজ রাশিয়ায় অভিযান শুরু জার্মানদের, রেকর্ডের সামনে দাঁড়িয়ে প্রত্যয়ী মুলার appeared first on Sangbad Pratidin.