shono
Advertisement

Breaking News

সমকামে ‘সুপ্রিম’ স্বীকৃতি, ঐতিহাসিক রায় নিয়ে কী জানালেন সেলেবরা?

এবার প্রয়োজন প্রচার, সচেতনতার৷ The post সমকামে ‘সুপ্রিম’ স্বীকৃতি, ঐতিহাসিক রায় নিয়ে কী জানালেন সেলেবরা? appeared first on Sangbad Pratidin.
Posted: 04:28 PM Sep 06, 2018Updated: 04:29 PM Sep 06, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একটানা দীর্ঘ লড়াই, আন্দোলন৷ আন্দোলনের মাঝে অসম্মান, অপমান কিছু কম সহ্য করতে হয়নি আন্দোলনকারীদের৷ সেই ক্ষত ব্যথা দিয়েছে৷ মন ভেঙেছে৷ আবার মনের জোর সঞ্চয় করে শুরু হয়েছে লড়াই৷ হাল ছাড়েননি কেউ৷ অবশেষে ‘সুপ্রিম’ স্বীকৃতি৷ সর্বোচ্চ আদালতের রায়ে বৃহস্পতিবার থেকে বৈধ সমকাম৷ এবার থেকে আর গোপনীয়তা নয়৷ প্রাপ্তবয়স্ক সমলিঙ্গের দুজন মানুষ বিনা বাধাতেই আবদ্ধ হতে পারেন যৌন সম্পর্কে৷ এই স্বীকৃতিতে বহুদিন পর মিলল জয়ের আনন্দ৷ সুপ্রিম কোর্টের যুগান্তকারী, অত্যন্ত প্রগতিশীল রায়ে উচ্ছ্বসিত আন্দোলনকারীরা৷

Advertisement

[সমকামিতা কোনও অপরাধ নয়, ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের]

শরতেও যেন তাঁদের মনে অকাল বসন্ত৷ রামধনু রংয়ের ঝিলিক দিচ্ছে আন্দোলনকারীদের মনে৷ সুপ্রিম কোর্টের রায়ের পর থেকেই অভিনন্দনের জোয়ারে ভাসছেন সকলেই৷ সুপ্রিম নির্দেশে উচ্ছ্বসিত পরিচালক থেকে অভিনেতা-অভিনেত্রীরাও৷ সোশ্যাল মিডিয়ায় নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন তাঁরা৷

[মুক্তির দিন, যুগান্তকারী রায়ে উচ্ছ্বসিত রূপান্তরকামী বোর্ডের সদস্য রঞ্জিতা সিনহা]

টুইটে সমকামীদের শুভেচ্ছা জানিয়েছেন করণ জোহর৷ যুগান্তকারী রায়ে নির্দিষ্টভাবে কোনও মানুষ নয়, জয়ী হল গণতন্ত্র, টুইটে এই ভাষাতেই নিজের প্রতিক্রিয়া জানান তিনি৷

 

বলিউড থেকে টলিউড৷ সর্বত্রই শুধু জয়ের উচ্ছ্বাস৷ সোশ্যাল মিডিয়ার টাইমলাইনে ভেসে বেড়াচ্ছে প্রতিক্রিয়া৷ ৩৭৭ ধারাকে বিদায় জানিয়ে, জয়ের আনন্দে ভাসছেন সকলেই৷ প্রতিক্রিয়ার মাঝে সকলের মনেই ভেসে উঠেছে ঋতুপর্ণ-র কথা৷ বহু আলোচনা, বহু জল্পনার পর ‘সুপ্রিম’ রায়ে কৌশিক গঙ্গোপাধ্যায়ের প্রতিক্রিয়াতে ভেসে উঠেছে ঋতুপর্ণ-র কখা৷ তিনি লিখেছেন, আজ ঋতুপর্ণ বেঁচে থাকলে, শহরে উৎসব হত৷

 

৩৭৭ ধারাকে হাসি মুখে বিদায় জানিয়েছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ও৷

 

সর্বোচ্চ আদালতের স্বীকৃতির পরই অ্যাকাডেমি চত্বরে জমায়েত হন সমকামীরা৷ সেখানেই আনন্দে মেতে ওঠেন ফ্যাশন ডিজাইনার নীলও৷ একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, ‘‘আজকের পর থেকে কোনও সমকামী আর মুখ ঢেকে বেরোবে না৷ তাঁরা আর অপরাধী নয়৷ যাঁরা শুরু থেকে লড়াই করেছিলেন তাঁদের জন্য গর্ব অনুভব করছি৷’’

[‘আজ সেই সব মানুষের স্বীকৃতি পাওয়ার দিন, ঋতুপর্ণ বেঁচে থাকলে খুশি হতেন’]

প্রাচীন ভারতে সমপ্রেম প্রচলিত ছিল৷ ক্যাথলিক মত অনুযায়ী, প্রজননের স্বার্থহীন যৌনতাকে পাপ বলে গণ্য করা হয়৷ তাই ইংরেজদের আমল থেকে তা অবৈধ বলেই গণ্য হয়৷ কিন্তু দীর্ঘ লড়াইয়ের পর স্বীকৃতি মিলেছে৷ এবার প্রয়োজন প্রচার, সচেতনতার৷ যাতে মধ্যযুগীয় এই অন্ধকারকে মানুষের মন থেকে টেনে হিঁচড়ে বের করে দেওয়া যায়৷

ছবি: অরিজিৎ সাহা

The post সমকামে ‘সুপ্রিম’ স্বীকৃতি, ঐতিহাসিক রায় নিয়ে কী জানালেন সেলেবরা? appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement