shono
Advertisement

‘উড়তা পাঞ্জাব’ নিয়ে চরমে পহেলাজ-অনুরাগ কাজিয়া

সিবিএফসির বিরুদ্ধে ইতিমধ্যেই বম্বে হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন প্রযোজক অনুরাগ কাশ্যপ৷ শুনানি কাল অবধি স্থগিত রেখেছেন হাই কোর্টের বিচারপতি৷ The post ‘উড়তা পাঞ্জাব’ নিয়ে চরমে পহেলাজ-অনুরাগ কাজিয়া appeared first on Sangbad Pratidin.
Posted: 08:53 PM Jun 08, 2016Updated: 04:10 PM Oct 27, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘উড়তা পাঞ্জাব’-এর উড়ানে চরম আকার নিয়েছে বলিউড-সেন্সর বোর্ড দ্বৈরথ৷ সিবিএফসির বিরুদ্ধে ইতিমধ্যেই বম্বে হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন প্রযোজক অনুরাগ কাশ্যপ৷ শুনানি কাল অবধি স্থগিত রেখেছেন হাই কোর্টের বিচারপতি৷

Advertisement

এর মধ্যেই বাকযুদ্ধে সামিল দুই পক্ষ৷ একদিকে সেন্সর বোর্ডের চেয়ারম্যান পহেলাজ নিহলানি,  অন্যদিকে প্রায় গোটা বলি-দুনিয়া৷ মাঝে আবার প্রবেশ করে গিয়েছে আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালও৷

এদিন এক বেসরকারি চ্যানেলকে সাক্ষাৎকার দিতে গিয়ে পহেলাজ বলেন, অনুরাগ কাশ্যপ আপ-এর থেকে টাকা নিয়ে এই ইচ্ছাকৃত বিতর্ক সৃষ্টি করছেন৷ এই মন্তব্যেই প্রতিবাদের ঝড় ওঠে বলিমহলে৷ টিম উড়তা পাঞ্জাব-এর পক্ষ থেকে পহেলাজকে ক্ষমা চাইতে বলা হয়৷

এদিকে আবার আপ নেতা অরবিন্দ কেজরিওয়াল বলেন, আসলে পহেলাজ বিজেপির হয়ে পরোক্ষে একনায়কতন্ত্র চালাচ্ছেন৷ টুইটারের নিন্দার মুখে পড়তে হয়েছে সেন্সর বোর্ডের চেয়ারম্যানকে৷ এমনকী কলকাতায় এসে শাহেনশা অমিতাভ বচ্চন বুধবার বলেন, সৃষ্টিশীলতাকে খুন করা উচিত নয়৷ কিন্তু, নিজের অবস্থানে অনড় পহেলাজ৷ টিম উড়তা পাঞ্জাব-ও কাট ছাড়াই ছবি মুক্তির অবস্থানেই অচল৷

জুন মাসের ১৭ তারিখ মুক্তি পাওয়ার কথা অনুরাগের এই ছবির৷ বিতর্কের এই জল কতদূর গড়ায়, তার উপরেই নির্ভর করছে ‘উড়তা পাঞ্জাব’-এর মুক্তির উড়ান৷ আপাতত নজর থাকবে বৃহস্পতিবার বম্বে হাই কোর্টের শুনানির উপর৷

The post ‘উড়তা পাঞ্জাব’ নিয়ে চরমে পহেলাজ-অনুরাগ কাজিয়া appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement