সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সহপাঠীদের দিয়ে মুসলিম পড়ুয়াকে মারধরে অভিযুক্ত হয়েছেন উত্তরপ্রদেশের (Uttar Pradesh) এক শিক্ষিকা। ঘটনায় নিন্দার ঝড় বইছে গোটা দেশে। মুখ পুড়েছে যোগী প্রশাসনের। এবার নিগৃহীত ছাত্রের পরিচয় প্রকাশ্যে আনায় উলটে এফআইআর দায়ের হল ‘ফ্যাক্ট চেকার’ এবং অল্ট নিউজের প্রতিষ্ঠাতা এবং সাংবাদিক মহম্মদ জুবেইরের (Mohammad Zubair) বিরুদ্ধে।
শুক্রবার জাতীয় শিশু সুরক্ষা কমিশন নিগৃহীতের পরিচয় প্রকাশ্যের আনা নিয়ে সতর্ক করেছিল। বিশেষত দ্বিতীয় শ্রেণির ছাত্রকে মারধরের ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা নিয়ে সরব হন কমিশনের চেয়াপার্সন প্রয়াঙ্ক কানুনগো। তাঁর বক্তব্য, “শিশুদের পরিচয় প্রকাশ করে অপরাধের অংশ হবেন না।”
[আরও পড়ুন: জেলের ৪০ ফুট উঁচু পাঁচিল থেকে লাফ! পালালেন ধর্ষণে অভিযুক্ত, ভাইরাল ভিডিও]
উল্লেখ্য, উত্তরপ্রদেশের মুজফফরনগরের একটি বেসরকারি স্কুলে নামতা বলতে না পারায় এক মুসলিম পড়ুয়াকে হেনস্তা করেন শিক্ষিকা। শিক্ষিকা নির্দেশ দেন, সহপাঠীরাই ওই পড়ুয়াকে মারধর করবে। তিনিআরও বলেন, মুসলিম মহিলারা তাঁদের সন্তানদের পড়াশোনার দিকে খেয়াল রাখেন না। সেই জন্যই মুসলিম পড়ুয়াদের পড়াশোনার মান এত খারাপ। গোটা ঘটনার ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। অস্বস্তিতে পড়ে শাসক দল বিজেপি। বিরোধীরা তোপ দাগে, শিশুদের মধ্যেও ধর্মীয় বিদ্বেষ ছড়াচ্ছে গেরুয়া শিবির। ওই ঘটনাতেই অল্ট নিউজের প্রতিষ্ঠাতা এবং সাংবাদিক মহম্মদ জুবেইরের বিরুদ্ধে এফআইআর দায়ের হল। তাঁর বিরুদ্ধে অভিযোগ, নিগৃহীত ছাত্রের পরিচয় প্রকাশ্যে এনেছেন তিনি।
[আরও পড়ুন: রোজগার মেলায় চাকরি বিতরণ মোদির, ভোটে হারের ভয়ে বৃহত্তম জুমলা, কটাক্ষ কংগ্রেসের]
প্রসঙ্গত, নূপুর শর্মার কীর্তি প্রকাশ্যে এনেছিলেন ফ্যাক্ট চেকিং ওয়েবসাইট AltNews-এর সাংবাদিক মহম্মদ জুবেইর (Mohammad Zubair)। ২০১৮-য় একটি টুইটে ‘ধর্মীয় ভাবাবেগে আঘাত লেগেছে’, এই অভিযোগে দিল্লি পুলিশ ২৭ জুন তাঁকে গ্রেপ্তার করেছিল। সাংবাদিকের গ্রেপ্তারির বিরোধিতা করেছিল বিরোধীরা। এমনকী এর বিরোধিতা করে মুখ খুলেছিল রাষ্ট্রসংঘও। এর পরেও জুবেইরের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করে দিল্লি পুলিশ। তার মধ্যে ছিল অপরাধমূলক ষড়যন্ত্র, প্রমাণ নষ্ট করা এবং বিদেশি অনুদান আইন (Foreign Actors Contribution Act) লঙ্ঘন। বর্তমানে জামিনে মুক্ত জুবেইর। ফের তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হল।