shono
Advertisement
Sanjay Raut

'দায় কংগ্রেসেরই', ইন্ডিয়া জোটে ভাঙন জল্পনার মধ্যে বেসুরো শিব সেনার উদ্ধব শিবিরও

যত দিন যাচ্ছে ততই ইন্ডিয়া জোটে ভাঙনের জল্পনা বাড়ছে।
Published By: Subhajit MandalPosted: 02:27 PM Jan 10, 2025Updated: 04:57 PM Jan 10, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইন্ডিয়া জোটে কংগ্রেসের নেতৃত্ব নিয়ে আগেই প্রশ্ন তুলেছিল তৃণমূল। তারপর একে একে প্রায় সব আঞ্চলিক দলই বিঁধেছে হাত শিবিরকে। এবার সেই তালিকায় নাম লেখাল শিব সেনার উদ্ধব শিবির। সঞ্জয় রাউত বললেন, ইন্ডিয়া জোটের অন্দরে সমন্বয় রক্ষার দায়িত্ব কংগ্রেসের। দুর্ভাগ্যজনকভবে সেটা পালন করা হচ্ছে না।

Advertisement

এর আগে ইন্ডিয়া জোটে কংগ্রেসের নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল, সমাজবাদী পার্টি। সদ্যই কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব জোটের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলেছে। এবার সঞ্জয় রাউত বললেন, যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়, অখিলেশ যাদব, ওমর আবদুল্লা, অরবিন্দ কেজরিওয়ালের মতো নেতারা প্রকাশ্যে বলছেন ইন্ডিয়া জোটের আর অস্তিত্ব নেই, সেটা মোটেই ভালো ব্যাপার নয়।"

শিব সেনার উদ্ধব শিবিরের এই নেতা বলছেন, "আমরা একসঙ্গে লোকসভা ভোটে লড়লাম। ফলাফলও ভালো হয়েছিল। কিন্তু সেটার পর আমাদের সবার দায়িত্ব ছিল ইন্ডিয়া জোট বাঁচিয়ে রাখার। বিশেষ করে কংগ্রেসের।" রাউত বলছেন, "কংগ্রেসের দায়িত্ব ছিল জোটের স্বার্থে সবার সঙ্গে আলোচনা করা। একসঙ্গে বসে সিদ্ধান্ত নেওয়া। কিন্তু এখনও পর্যন্ত লোকসভার পর একটা ছোট বৈঠকও হয়নি।" বস্তুত জোট বাঁচানোর দায় পুরোপুরি কংগ্রেসের উপরই ছেড়েছেন তিনি।

বস্তুত, যত দিন যাচ্ছে ততই ইন্ডিয়া জোটে ভাঙনের জল্পনা বাড়ছে। বৃহস্পতিবার কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা প্রকাশ্যেই বলেছিলেন, যেভাবে চলছে তাতে ইন্ডিয়া জোট ভেঙে দেওয়াই উচিত। তেজস্বী যাদবের কথাতেও ভাঙন জল্পনা উসকে গিয়েছে। বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী বলেন, ইন্ডিয়া জোট শুধু লোকসভার জন্য তৈরি হয়েছিল। এবার সঞ্জয় রাউতও একই রকম কথা বললেন। স্বাভাবিকভাবেই চাপ বাড়ছে কংগ্রেসের উপর।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ইন্ডিয়া জোটে কংগ্রেসের নেতৃত্ব নিয়ে আগেই প্রশ্ন করেছিল তৃণমূল।
  • তারপর একে একে প্রায় সব আঞ্চলিক দলই বিঁধেছে হাত শিবিরকে।
  • এবার সেই তালিকায় নাম লেখাল শিব সেনার উদ্ধব শিবির।
Advertisement