shono
Advertisement

টলি অভিনেত্রীর রহস্যমৃত্যুতে আয়কর আধিকারিকের বিরুদ্ধে এফআইআর

মানসিক অবসাদে ভুগছিলেন অভিনেত্রী, জানতে পেরেছে পুলিশ৷ The post টলি অভিনেত্রীর রহস্যমৃত্যুতে আয়কর আধিকারিকের বিরুদ্ধে এফআইআর appeared first on Sangbad Pratidin.
Posted: 04:10 PM Feb 08, 2017Updated: 10:41 AM Feb 08, 2017

স্টাফ রিপোর্টার: অভিনেত্রী বিতস্তা সাহার মৃত্যুর জন্য দায়ী করে কলকাতার এক আয়কর আধিকারিকের বিরুদ্ধে এফআইআর করলেন মৃতের মা৷ অভিযোগের জেরে ওই আধিকারিকের বিরুদ্ধে খুনের মামলাও শুরু করেছে গড়ফা থানার পুলিশ৷ অন্যদিকে, এদিনই বাইপাসের অভিজাত আবাসন থেকে উদ্ধার হওয়া অভিনেত্রীর দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে৷

Advertisement

তদন্তে নেমে গড়ফা থানার পুলিশ অভিনেত্রীর ফেসবুকের একাধিক পোস্ট থেকে তদন্তে নতুন সূত্র পেয়েছে৷ বেশ কিছুদিন ধরে মানসিক অবসাদে অভিনেত্রী ভুগছিলেন বলে জানতে পেরেছে পুলিশ৷ এমনকী, ব্যক্তিগত সম্পর্কেও টানাপোড়েন চলছিল, তা ফেসবুক থেকে পাওয়া কমেন্টেই উঠে এসেছে৷ এই টানাপোড়েন ওই আয়কর অফিসারের সঙ্গে নাকি অন্য কেউ তা খতিয়ে দেখছে গড়ফা থানার পুলিশ৷ অভিযুক্ত আয়কর আধিকারিককে তলব করেছে তদন্তকারীরা৷

ফেসবুকে মৃতা অভিনেত্রী লিখেছিলেন, “জানি কখনও তুমি আমার নয়, তবু বুকের ভিতর চোরা স্রোত মাপতে থাকি সময়!” আবার কখনও লিখেছে, “কষ্ট পাই কিংবা আরাম, কি এসে যায় তোর!” ফেসবুকে বেশিরভাগ পোস্ট তাঁর গত বছরের ডিসেম্বর মাসের৷ সেই পোস্টে কখনও জনৈক ব্যক্তিকে ভালবাসার লাল গোলাপ দিয়েছে৷ আবার কষ্টে বিদ্ধ হয়েছে গোলাপেরই কাঁটায়৷

(কেন হাতের শিরা কাটা, অভিনেত্রীর মৃত্যু ঘিরে ঘনাচ্ছে রহস্য)

নিজের দুঃখের এক টুকরো ছবিও ফুটে উঠেছে ফেসবুক পোস্টে৷ ডিসেম্বর মাসের ৯ তারিখে সে লিখেছে, ‘অপরাধ কি বল…মুখ ফোটে না, যদি পারো মনটা পড়ে নিও…৷” ওইদিনই সে আবার লিখেছে “মরে গেলে হত বেশি ভাল, কেন সুখ ফেলে গেল…৷” আবার তাঁর আগের দিন ফেসবুকে লিখেছে, “একটা অজানা অস্বস্তি পিছু ছাড়ছে না!” বিতস্তার এই মন্তব্য থেকেই তদন্তকারী মনে করছেন, ব্যক্তিগত কোনও সমস্যায় জর্জরিত ছিলেন অভিনেত্রী৷ এবং সেটা ভালবাসার সম্পর্কে টানাপোড়েন কি না, সেটাও কড়া নজরে রেখেছেন গোয়েন্দারা৷ বছরখানেক আগে অভিনেত্রী বাড়ি ছেড়ে বাইপাসের ধারে ওই অভিজাত আবাসনে ফ্ল্যাট নেন৷ ফোনে মায়ের সঙ্গে বিতস্তার যোগাযোগ থাকলেও তা ইদানীংকালে তা অনেকেটাই কমে গিয়েছিল বলে জানতে পেরেছেন কলকাতা পুলিশের অফিসাররা৷ ফেসবুক পোস্টের সূত্র ধরে বিতস্তার বন্ধুদের সঙ্গেও পুলিশ যোগাযোগ করে আরও তথ্য নেবে বলে জানা গিয়েছে৷ ইদানীংকালে অভিনয় জগতে খুব বেশি কাজও পাচিছলেন না অভিনেত্রী৷ সেই কারণে মানসিক অবসাদেও ভুগছিলেন বলে মনে করছেন তদন্তকারী অফিসাররা৷ অভিনেত্রীর পোস্টমর্টেমের রিপোর্ট দেখে তদন্তের গতিপ্রকৃতি এগোবে বলে জানিয়েছেন পুলিশ আধিকারিকরা৷

মঙ্গলবার রাতে বাইপাসের ধারে ওই আবাসনের ভিতর থেকে উদ্ধার হয় অভিনেত্রী বিতস্তা সাহার ঝুলন্ত দেহ৷ গত কয়েকদিন ধরে মোবাইলে তাঁকে পাওয়া যায়নি৷ তাঁরই এক বন্ধু এদিন তাঁকে ডাকতে এসে দেখেন যে, ফ্ল্যাট লক করা৷ ফ্ল্যাটের সামনে পড়ে রয়েছে দিন তিনেকের খবরের কাগজ৷ ফের তিনি মোবাইলে কল করেন৷ কিন্তু তাঁর সাড়াশব্দ না পাওয়ার ফলে তাঁর সন্দেহ হয়৷ আবাসনের নিরাপত্তারক্ষী ও অন্য বাসিন্দাদের সাহায্যে ভেঙে ফেলা হয় দরজার লক৷ ফ্ল্যাটের ভিতরে তাঁরা ঢুকে দেখেন যে, শোওয়ার ঘরের সিলিং থেকে ঝুলছে বিতস্তার দেহ৷ খবর পেয়ে ঘটনাস্থলে যায় গড়ফা থানার পুলিশ৷ দেহটি নামানোর পর দেখা যায়, তাঁর বাঁ হাতের শিরাও কাটা৷ সেখান থেকে রক্ত বেরিয়ে শুকিয়ে গিয়েছে৷ দেহটিতে পচন ধরেছে৷ পুলিশের সন্দেহ, তিনদিন আগেই মৃত্যু হয়েছে বিতস্তার৷

The post টলি অভিনেত্রীর রহস্যমৃত্যুতে আয়কর আধিকারিকের বিরুদ্ধে এফআইআর appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement