সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাতসকালে কলকাতার সরকারি হাসপাতালে আগুন আতঙ্ক। এনআরএস হাসপাতালে কার্ডিও বিভাগের অপারেশন থিয়েটারে ধোঁয়া। দমকলের ২টি ইঞ্জিনের চেষ্টা নিয়ন্ত্রণে আগুন। হতাহতের কোনও খবর নেই।
হাসপাতাল সূত্রে খবর, শনিবার সকাল ৮টা ২০ মিনিট নাগাদ কার্ডিও বিভাগের অপারেশন থিয়েটারে কালো ধোঁয়া দেখতে পাওয়া যায়। খবর দেওয়া হয় দমকলে। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ২টি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় কিছুক্ষণের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে।
[আরও পড়ুন: গভীর রাতে শহরে পা রাখলেন মোহনবাগানের স্বপ্নের ফেরিওয়ালা কামিন্স, এলেন পোগবাও]
তবে ততক্ষণে রোগী এবং রোগীর পরিবারের লোকজন আতঙ্কিত হয়ে পড়েন। হাসপাতাল থেকে বেরনোর জন্য রীতিমতো হুড়োহুড়ি শুরু হয়ে যায়। আগুন ভয়াবহ রূপ না নেওয়ায় কোনও বড়সড় দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই। দমকল কর্মীদের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকে আগুন লাগে।