সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাতসকালে শহরে অফিস পাড়ায় অগ্নিকাণ্ড। আতঙ্ক ছড়াল লালবাজারে। বুধবার সকালে আগুন লাগে মার্টিন বার্ন বিল্ডিংয়ের চারতলায়। দমকলের ৪টি ইঞ্জিনের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। হতাহতের কোনও খবর নেই। দমকলের অনুমান, চারতলার একটি ঘরের এসি মেশিনে শর্ট সার্কিট হয়েছে।
[সিগন্যালে গণ্ডগোল, অফিস টাইমে ব্যাহত শিয়ালদহ-বনগাঁ শাখায় ট্রেন চলাচল]
এ শহরের প্রাণকেন্দ্র লালবাজার। অজস্র বেসরকারি অফিস তো আছেই, লালবাজারে কলকাতা পুলিশের সদর দপ্তরও। দিনভর জমজমাট এলাকা। রবিবারই যা একটু ভিড় কম থাকে। লালবাজারের পুরনো বহুতলগুলির অন্যতম মার্টিন বার্ন বিল্ডিং। এই বহুতলের একাধিক বেসরকারি সংস্থার অফিস। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বুধবার সকাল ৯টা নাগাদ চারতলা থেকে ধোঁয়া বের হতে দেখেন তাঁরা। দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। জনবহুল এলাকায় আতঙ্ক ছড়াতে সময় লাগেনি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের চারটি ইঞ্জিন। কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিভিয়ে ফেলেন দমকল কর্মীরা। তবে তুমুল ধোঁয়ায় সমস্যায় পড়তে হয় তাঁদের। অগ্নিকাণ্ডে হতাহতের কোন খবর নেই।
[মাত্র ১০ টাকায় বিকোচ্ছে মরা মুরগি, তদন্তে ফাঁস চাঞ্চল্যকর তথ্য]
মার্টিন বার্ন বিল্ডিং সবক’টি তলা শীতাতপ নিয়ন্ত্রিত। দমকলকর্মীরা জানিয়েছেন, চারতলার একটি ঘরে এসি মেশিন শর্ট সার্কিটের কারণে আগুন লেগে যায়। তবে দুর্ঘটনা সময়ে ওই বহুতলের কেউ ছিলেন না। তাই হতাহতের কোনও খবর নেই। মাস খানেক আগে ভরদুপুরে ডালহৌসির আর এন মুখার্জি রোডের একটি বহুতলে আগুন লেগেছিল। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছিলেন, ওই বহুতলের মিটার বক্স থেকে আগুন ছড়িয়ে পড়ে। ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছিল।
[নয়া নিয়ম কলকাতা বিশ্ববিদ্যালয়ে, স্নাতক স্তরে কমল ফেল করার ‘ভয়’]
The post লালবাজারে অগ্নিকাণ্ড, আগুন লাগল মার্টিন বার্ন বিল্ডিংয়ের চারতলায় appeared first on Sangbad Pratidin.