shono
Advertisement

দিল্লির এইমসে আগুন, আতঙ্কে রোগী ও কর্মীরা

প্রায় আধঘণ্টার চেষ্টায় দমকল আগুন আয়ত্তে আনে। The post দিল্লির এইমসে আগুন, আতঙ্কে রোগী ও কর্মীরা appeared first on Sangbad Pratidin.
Posted: 03:57 PM Aug 20, 2018Updated: 04:27 PM Aug 20, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগুন লাগল দিল্লির এইমসে। সোমবার দুপুরে হাসপাতালের নার্সিং কলেজে আগুন লাগে। প্রায় সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয় দমকলে।

Advertisement

দমকল সূত্রে জানা গিয়েছে, সোমবার বেলা ১২টা ২০ মিনিট নাগাদ এইমসের নার্সিং কলেজের তিনতলায় আগুন লাগে। ঘটনাস্থলে আসে দমকলের ছ’টি ইঞ্জিন। প্রায় আধঘণ্টার চেষ্টায় দমকল আগুন আয়ত্তে আনে। ১২টা ৫০ নাগাদ পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

[ কেরলের বন্যা পরিস্থিতি নিয়ে ভুয়ো ভিডিও, সতর্কবার্তা ভারতীয় সেনার ]

এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর মেলেনি। জানা গিয়েছে, চার থেকে পাঁচটি কামরা ক্ষতিগ্রস্ত হয়েছে। যে কামরাগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে সেটি পুরনো অপারেশন থিয়েটারের কাছাকাছি। মনে করা হচ্ছে, দোতলার কোথাও আগুন লাগে। সেখান থেকে নার্সিং স্কুলের তিনতলায় আগুন ছড়িয়ে পড়ে। তবে দমকলের তরফে এখনও স্পষ্টভাবে কিছু জানানো হয়নি। কীভাবে আগুন লাগল, তার তদন্ত শুরু করেছে দমকল।

এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর মেলেনি। হাসপাতাল সূত্রেও কোনও খবর মেলেনি। কেউ আহত হয়েছেন কিনা, জানা যায়নি তাও। দমকলের পাশাপাশি আগুন লাগার খবর পৌঁছেছে পুলিশের কাছেও। ঘটনার তদন্ত শুরু করেছে তারা।

[ বন্যায় ভেসেছে ঘরবাড়ি, মন্দিরেই বিয়ে সারলেন কেরলের যুগল ]

তবে হাসপাতালের মূল ভবনের কোনও ক্ষয়ক্ষতি হয়নি বলেই এখনও পর্যন্ত খবর। সব রোগী ঠিক আছেন। আগুনের ফলে কারোর কোনও ক্ষতি হয়নি। হাসপাতালের কোনও জিনিসেরও কোনও ক্ষতি হয়নি। সূত্রের খবর, সঠিক সময়ে দমকলের কাছে খবর যাওয়া ও সময় মতো দমকল ঘটনাস্থলে আসার ফলেই বড়সড় বিপদ আটকানো গিয়েছে। নার্সিং কলেজ থেকে হাসপাতালের মূল ভবনে আগুন ছড়িয়ে পড়লেই সমূহ বিপদের আশঙ্কা ছিল। 

The post দিল্লির এইমসে আগুন, আতঙ্কে রোগী ও কর্মীরা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement