সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের অগ্নিকাণ্ড কসবার অ্যাক্রোপলিস মলে (Acropolis Mall Fire)। এনিয়ে পাঁচ মাসের মধ্যে দ্বিতীয়বার। সোমবার বেলার দিকে মলের দ্বিতীয় তলা থেকে প্রবল ধোঁয়া বেরতে দেখে আতঙ্ক ছড়ায়। এই মলে বেশ কয়েকটি অফিসও রয়েছে। কর্মীরা অফিসে যেতে না যেতেই আগুন আতঙ্ক! নিরাপত্তার স্বার্থে সকলকে বাইরে বের করে আনা হয় বলে খবর। সেইসঙ্গে এলাকাটি ঘিরে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ করা হয়। অগ্নিকাণ্ডের খবর পেয়ে দমকলের ইঞ্জিন ছুটে আসে। দ্রুততার সঙ্গে আগুন নেভানোর কাজ শুরু হয়েছে। প্রাথমিকভাবে দমকলের অনুমান, মলের চারতলার ফুড কোর্ট থেকে আগুন ছড়িয়েছে।
সোমবার সকাল প্রায় সাড়ে ১০টা। অ্য়াক্রোপলিস মলের অফিসগুলিতে সবে কর্মীরা আসতে শুরু করেছিলেন। মলের বিভিন্ন দোকানের কর্মীরাও হাজিরা দিচ্ছিলেন। কিন্তু কিছুক্ষণ পরই ব্যাপক আতঙ্কের পরিবেশ। আগুন লেগেছে বলে শোনা যায়। মলের সমস্ত কর্মী, অফিসকর্মীদের বের করে পুরোপুরি ফাঁকা করে দেওয়া হয় গোটা চত্বর। কালো ধোঁয়ায় ঢেকে যায় আশপাশ। রাস্তায় ভিড় জমে যায়। যান চলাচলও নিয়ন্ত্রণ করা হয়। দমকলের ইঞ্জিন প্রাথমিকভাবে আগুন নিভিয়ে ফেললেও বিভিন্ন জায়গায় পকেট ফায়ার রয়েছে। চারতলার ফুড কোর্ট থেকে আগুন লেগেছে, দমকলের তরফে এই খবর জানার পরই বন্ধ করে দেওয়া হয়েছে ফুড কোর্টটি। মলের জনসংযোগ বিভাগ সূত্রে জানা গিয়েছে, ফুড কোর্টের একটি দোকানে রান্না করার সময় তেল লিক করে আগুন লাগে।
গত ১৪ জুনেও কসবার এই নামীদামি শপিং মল অগ্নিকাণ্ডের সাক্ষী ছিল। সেবার চারতলার একটি বুক স্টোর থেকে আগুন লাগে। তা ধীরে ধীরে ফুড কোর্টে ছড়াতেই গল গল করে ধোঁয়া বেরতে দেখেন পথচলতি মানুষজন। সেবারও মলটি খালি করে যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ করেছিল দমকল বাহিনী। পাঁচমাসের মধ্যে ফের একই দুর্ঘটনা। মলের অগ্নিনির্বাপণ পদ্ধতি নিয়ে প্রশ্ন উঠছে।