shono
Advertisement

রাজ্যপালের বৈঠক চলাকালীনই আগুন রাজভবনে, ছড়াল আতঙ্ক

ঘটনাস্থলে রয়েছেন রাজ্যপাল।
Posted: 08:53 PM Jan 23, 2023Updated: 09:11 PM Jan 23, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজভবনে অগ্নিকাণ্ড। সোমবার সন্ধেয় রাজ্যপালের বৈঠক চলাকালীন রাজভবনের তিনতলার বলরুমে আগুন লাগে। খবর পেয়ে বলরুমে পৌঁছে যান খোদ রাজ্যপাল সিভি আনন্দ বোস। শেষ পাওয়া খবর অনুযায়ী, ঘটনাস্থলে দমকলের ২টি ইঞ্জিন পৌঁছে গিয়েছে। পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে।

Advertisement

সোমবার সন্ধেয় রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে এডিজির সঙ্গে রাজভবনে বৈঠক করছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজভবন সূত্রে খবর, বৈঠক চলাকালীন তিনতলার বলরুমে আগুন ধরে যায়। ঘর থেকে ধোঁয়া বের হতে থাকে। রাজভবনের চাপরাশি বিষয়টি দেখতে পেয়ে রাজ্যপালকে খবর দেন। বৈঠক ছেড়ে তৎক্ষণাৎ বলরুমে চলে আসেন রাজ্যপাল। রাজভবনের নিরাপত্তারক্ষীরা আগুন নেভানোর চেষ্টা শুরু করে।

[আরও পড়ুন: মাদক পরীক্ষার রিপোর্ট নেই! ৬০০ দিন জেলেই অভিযুক্ত, স্বরাষ্ট্রসচিবকে তলব কলকাতা হাই কোর্টে]

পরে দমকলের দু’টি ইঞ্জিন এসে পৌঁছয় রাজভবনে। কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, শর্ট সার্কিট থেকে আগুন লেগেছিল। রাজভবনের সমস্ত বিদ্যুৎ সংযোগ পরীক্ষা করে দেখার পরিকল্পনা করা হয়েছে। যাতে ভবিষ্যতে এধরনের ঘটনা না ঘটে। 

[আরও পড়ুন: ৫ বছরের লড়াইয়ে জয়, হাসিনকে মোটা অঙ্কের খোরপোশ দিতে হবে, শামিকে নির্দেশ আদালতের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement