অর্ণব আইচ: আবার কলকাতায় আগুন৷ এবার ঘটনাস্থল মধ্য কলকাতার বিবি গাঙ্গুলি স্ট্রিট৷ সেখানে একটি সোনার দোকানে আগুন লাগে বলে দমকল সূত্রে খবর৷ ঘটনাস্থলে যায় দমকলের দু’টি ইঞ্জিন৷ তাদের চেষ্টায় আগুন আয়ত্তে আসে৷ ঘটনায় আহত হয়েছেন ওই দোকানেরই এক কর্মী৷ তাঁর নাম অমর দে৷ আগুন নেভাতে গিয়েই তিনি জখম হয়েছেন৷ চিকিৎসার জন্য ওই ব্যক্তিকে নিয়ে যাওয়া হয় কলকাতা মেডিক্যাল কলেজে৷ কী থেকে এই আগুন লাগল তা খতিয়ে দেখছেন দমকল কর্মীরা৷ অনুমান করা হচ্ছে, সোনার কাজের জন্য যে আগুন ব্যবহার করা হয় সেখান থেকেই আগুন লেগেছে৷
[ব্যস্ত সময়ে ফের মেট্রো বিভ্রাট, ময়দান থেকে দমদম পর্যন্ত বন্ধ পরিষেবা]
বাগরি মার্কেটের অগ্নিকাণ্ডে এখনও আতঙ্কে রয়েছেন কলকাতাবাসী৷ এই ঘটনায় অনেকটাই যেন থমকে গিয়েছে বড়বাজার। কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে৷ পুজোর আগে কর্মহারা হয়ে পড়েছেন প্রচুর মানুষ৷ বিধ্বংসী অগ্নিকাণ্ডের প্রায় পাঁচদিন পর বাগে আসে আগুন৷ দমকলবাহিনী, বিপর্যয় মোকাবিলা বাহিনী যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ চালান৷ কিন্তু অগ্নিদগ্ধ মার্কেটে দফায় দফায় বিস্ফোরণ, জলের অভাবে বারবারই বেগ পেতে হয়েছে দমকল বাহিনীকে৷ এরই মাঝে আবার শহরে অগ্নিকাণ্ড হয় যদুবাবুর বাজারেও৷ সেখানকার একটি মিষ্টির গোডাউনে আগুন লাগে৷ সোমবার ফের অগ্নিকাণ্ডের আতঙ্ক ছড়াল মধ্য কলকাতায়৷
[কাঠ সরবরাহ নিয়ে ঠিকাদারদের বিবাদ, ৩ ঘণ্টা দাহ বন্ধ নিমতলায়]
বাগরি অগ্নিকাণ্ডে শেষ হয়ে গিয়েছে অন্তত দু’শো দোকান ও গুদামঘর। একতলা থেকে ৬ তলা পর্যন্ত ‘এ’, ‘সি’, ‘বি’ ব্লকের ঘরগুলিই ক্ষতিগ্রস্ত। যে ব্যবসায়ীদের দোকান পর্যন্ত আগুনের আঁচ লাগেনি, তাঁরা ভিতর থেকে মালপত্র নিয়ে বেরিয়ে এসেছেন। বেশ কিছু ব্যবসায়ীর অন্য বাণিজ্যিক বাড়িতে গুদাম ও অফিস রয়েছে। সেখান থেকে তাঁরা ব্যবসা চালাচ্ছেন। আবার কিছু ব্যবসায়ী তাঁদের আত্মীয় অথবা পরিচিতদের গুদামে জিনিসপত্র রেখেছেন। সেখান থেকে চলছে ব্যবসা।
ছবি প্রতীকী
The post বাগরির পর ফের অগ্নিকাণ্ডের আতঙ্ক, মধ্য কলকাতার সোনার দোকানে আগুন appeared first on Sangbad Pratidin.