shono
Advertisement

হরিশ মুখার্জি রোডের বেসরকারি ব্যাংকে আগুন, এলাকায় আতঙ্ক

পুড়ে ছাই নথি ও আসবাব৷ The post হরিশ মুখার্জি রোডের বেসরকারি ব্যাংকে আগুন, এলাকায় আতঙ্ক appeared first on Sangbad Pratidin.
Posted: 04:31 PM Nov 25, 2018Updated: 04:31 PM Nov 25, 2018

অর্ণব আইচ: ছুটির দিনে শহরে অগ্নিকাণ্ড৷ রবিবার দুপুরে আগুন লেগে যায় ভবানীপুরের হরিশ মুখার্জি রোডের একটি বেসরকারি ব্যাংকে৷ অফিস বন্ধ থাকায় কর্মীরা রক্ষা পেয়েছেন৷ তবে আগুনে পুড়ে ছাই ব্যাংকের নথি ও আসবাবপত্র৷ শেষ খবর অনুযায়ী, এখনও আগুন নিয়ন্ত্রণে আসেনি৷ ঘটনাস্থলে দমকলের পাঁচটি ইঞ্জিন৷ এদিকে ঘন বসতিপূর্ণ এলাকায় অগ্নিকাণ্ডে আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা৷

Advertisement

[ দাঁড়িয়ে থাকা কন্টেনারে ধাক্কা গাড়ির, দ্বিতীয় হুগলি সেতুতে মৃত ১]

রবিবার শহরের বেশিরভাগ অফিসই বন্ধ থাকে৷ রাস্তায় লোকজন তেমন নেই, যানবাহনও তুলনামূলক কম৷ ছুটির দিনে দুপুরে বেশিরভাগ মানুষই ছিলেন বাড়িতেই৷ আর সে সময়ই আগুন আতঙ্ক দক্ষিণ কলকাতার ভবানীপুরে৷ স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, তিনটে নাগাদ হরিশ মুখার্জি রোডে একটি বেসরকারি ব্যাংকের অফিস থেকে আগুনের ফুলকি দেখতে পান তাঁরা৷ চোখের নিমেষে আগুন ছড়িয়ে পড়ে৷ কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের পাঁচটি ইঞ্জিন৷ কিন্তু, ঘন বসতিপূর্ণ এলাকায় আগুন নেভাতে গিয়ে রীতিমতো সমস্যায় পড়েছেন দমকলকর্মীরা৷ একে তো ব্যাংকটি দীর্ঘদিন ধরে বন্ধ, তার উপর ব্যাংকে ঢোকা ও বেরনোর রাস্তা একটাই৷ শেষ খবর অনুযায়ী, আগুন নিয়ন্ত্রণে আসেনি৷ উপরতলার কাচের শাটার ভেঙে আগুনের উৎসের কাছে পৌঁছনোর চেষ্টা করছেন দমকলকর্মীরা৷ তবে যা ক্ষতি হওয়ার, তা হয়ে গিয়েছে৷ আগুনে পুড়ে ছাই ব্যাংকের নথি ও যাবতীয় আসবাবপত্র৷ ঘন বসতিপূর্ণ এলাকা হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়ায়৷ দিন কয়েক আগে শহরের সবচেয়ে উঁচু বিল্ডিং পার্ক স্ট্রিটের ‘দ্য ৪২’-র আট, নয় ও দশতলায় আগুন লেগে গিয়েছিল৷ তারও আগে পার্ক স্ট্রিট চত্বরেরই এপিজে হাউসেও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে৷ বড়বাজারের বাগরি মার্কেটের আগুনের স্মৃতিও এখনও উজ্জ্বল৷ দিনের পর দিন শহরে আগুন লাগার ঘটনাই ক্রমেই তিলোত্তমার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে৷ 

[নাক থেকে বেরল দৈত্যাকার মাংসপিণ্ড, নীলরতনে বিরল অস্ত্রোপচার]   

The post হরিশ মুখার্জি রোডের বেসরকারি ব্যাংকে আগুন, এলাকায় আতঙ্ক appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement