shono
Advertisement

বউবাজারে তেলের গুদামে ভয়াবহ আগুন, অগ্নিদগ্ধ ৪

আহতদের অবস্থা আশঙ্কাজনক। The post বউবাজারে তেলের গুদামে ভয়াবহ আগুন, অগ্নিদগ্ধ ৪ appeared first on Sangbad Pratidin.
Posted: 12:21 PM Apr 02, 2018Updated: 05:24 PM Jun 29, 2019

অর্ণব আইচ: ফের শহরে অগ্নিকাণ্ড। সোমবার সাতসকালে আগুন লাগল বউবাজারে। অগ্নিকাণ্ড তেলের গুদামে। অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে ভরতি ৪ জন। ২ জনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। গুদামে প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ থাকায় আগুন নেভাতে রীতিমতো বেগ পেতে হয় দমকলকর্মীদের। ফোম ব্যবহার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। তবে কীভাবে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়।

Advertisement

[প্রবল ঝড়ে ইকো পার্কে রাইড ভেঙে আহত ১০ শিশু, আতঙ্কে অভিভাবকরা]

উত্তর কলকাতার বউবাজারে অত্যন্ত জনবহুল এলাকা বিবি গাঙ্গুলী স্ট্রিট। ঘিঞ্জি এই এলাকায় একটি দোতলা বাড়িতে ছিল তার্পিন তেলের গুদাম। সেখানে নেলপলিশও তৈরি হত বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। সোমবার সকালে আগুন লেগে যায় ওই বাড়িটিতেও। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সকালে ৯. ১৫ নাগাদ ওই দোতলা বাড়ি থেকে ধোঁয়া বেরোতে দেখেন তাঁরা। ঘটনার সময়ে গুদামে কাজ করছিলেন কয়েকজন কর্মী। একে ঘিঞ্জি এলাকা, তারউপর দুর্ঘটনার সময়ে গুদামে লোকও ছিল। ফলে আতঙ্ক ছড়াতে দেরি হয়নি। খবর দেওয়া হয় দমকলে। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৪টি ইঞ্জিন। আসে বউবাজার থানার পুলিশও। কিন্তু, ওই গুদামে প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ মজুত ছিল। তাই জল দিয়েও আগুন নেভাতে পারছিলেন না দমকলকর্মীরা। ফোম আনা হয়। তা দিয়েই ঘণ্টা খানেকের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। দুর্ঘটনাগ্রস্ত বাড়ি থেকে অগ্নিদগ্ধ অবস্থায় ৪ জনকে উদ্ধার করেছে দমকল। তাঁদের ভরতি করা হয়েছে কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। দু’জনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। কিন্তু, আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়।

ছবি: অরিজিৎ সাহা

[হাওড়া স্টেশনে প্ল্যাটফর্মের শেড দুষ্কৃতীদের ‘নিরাপদ আশ্রয়’, জানেই না রেলপুলিশ]

The post বউবাজারে তেলের গুদামে ভয়াবহ আগুন, অগ্নিদগ্ধ ৪ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement