ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: একধারে তিনি রাজনীতিবিদ তো অন্যদিকে অভিজ্ঞ সাংবাদিক। রাজ্যের শাসকদলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র। রয়েছে এমনই অনেক পরিচয়। দিনভর রাজনৈতিক প্যাঁচপয়জার নিয়ে ব্যস্ত থাকেন। তবে হাজারও ব্যস্ততার মধ্যেও লেখালিখি কুণাল ঘোষের নেশা। কলমের ডগায় মুক্ত ঝরে। ইতিমধ্যে প্রকাশিত হয়েছে তাঁর একাধিক বই। এবার পুজোর আগে তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) হাত ধরে প্রকাশিত হল কুণাল ঘোষের (Kunal Ghosh) ‘উপন্যাস সমগ্র প্রথম খণ্ড’।
শনিবার সন্ধেয় অভিষেকের ক্যামাক স্ট্রিটের দপ্তরে এক ঘরোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানেই তৃণমূল সাংসদের হাতে ধরে প্রকাশিত হল কুণাল ঘোষের উপন্যাস সমগ্রের প্রথম খণ্ড।
বই প্রকাশের ঘরোয়া অনুষ্ঠানে অভিষেক ছাড়াও উপস্থিত ছিলেন লেখক কুণাল ঘোষ, শিক্ষামন্ত্রী ও নাট্যকার ব্রাত্য বসু, দীপ প্রকাশনের কর্ণধার দীপ্তাংশু মণ্ডল, আইনজীবী সঞ্জয় বসু। অনুষ্ঠানে কেক কেটে সারা হয় মিষ্টিমুখ।
কুণাল ঘোষের উপন্যাস সমগ্রের প্রথম সংখ্যা প্রকাশ উপলক্ষে বইয়ের প্রচ্ছদের ছবি দেওয়া কেক কাটা হয়। লেখককে মিষ্টিমুখ করান অভিষেক, ব্রাত্যরা।
[আরও পড়ুন: প্রেক্ষাগৃহের ভিতরে কেন্দ্রীয় নেতার অনুষ্ঠান, বাইরে মারামারি বিজেপি কর্মীদের! ICCR-এ অশান্তি]
উপন্যাস সমগ্র প্রথম খণ্ডে রয়েছে পাঁচটি উপন্যাস। সেগুলি হল- পূজারিণী, শাস্তির পর, হে বান্ধবী, পথ হারাবো বলেই এবং তখনও সবটা বলিনি।
বইপ্রকাশের পর কুণাল ঘোষকে শুভেচ্ছা জানান অভিষেক বন্দ্যোপাধ্যায় ও ব্রাত্য বসু।