shono
Advertisement

Breaking News

কেমন দেখতে নিক-প্রিয়াঙ্কার বিয়ের কার্ড? দেখুন সেই ছবি

২ ডিসেম্বর যোধপুরের উমেদ ভবনেই বসছে নিক-প্রিয়াঙ্কার বিয়ের আসর৷ The post কেমন দেখতে নিক-প্রিয়াঙ্কার বিয়ের কার্ড? দেখুন সেই ছবি appeared first on Sangbad Pratidin.
Posted: 08:57 PM Nov 21, 2018Updated: 08:57 PM Nov 21, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অপেক্ষার অবসান৷ গোপনীয়তার বেড়াজাল পেরিয়ে এবার সামনে এল নিক-প্রিয়াঙ্কার বিয়ের কার্ড৷ সোশ্যাল মিডিয়াযর সৌজন্যে এবার প্রকাশ্যে তাঁদের আমন্ত্রণ পত্র৷ নেটদুনিয়ায় আপাতত কাঁপিয়ে বেড়াচ্ছে ‘দেশি গার্ল’-এর আমন্ত্রণ পত্র৷

Advertisement

শুটিংয়ের কাজে ব্যস্ত রয়েছেন পিগি চপস৷ বিয়ের তোড়জোড়ে খুব একটা সময় দিতে পারছেন না৷ তবে তাতে কী? কথায় বলে ‘যাঁর বিয়ে তাঁর হুঁশ নেই, পাড়াপড়শির ঘুম নেই’৷ প্রিয়াঙ্কার ক্ষেত্রেও ঘটেছে একই ঘটনা৷ নিজের বিয়ের কথা যতই ধামাচাপা দিন না কেন, তাঁর আমন্ত্রণ পত্র সোশ্যাল মিডিয়ায় ফাঁস করলেন অন্যেরা৷ অভিনেতা ফারহান আখতার ইনস্টাগ্রামে তাঁর বিয়ের কার্ডের ছবি পোস্ট করেন৷

[বিয়ের তোড়জোড় শুরু নিক-প্রিয়াঙ্কার, সংগীত অনুষ্ঠানে কোরিওগ্রাফ করবেন কে?]

‘দেশি গার্ল’-এর বিয়ের কার্ড বলে কথা, তাই ওই পোস্ট ভাইরাল হতেও সময় নেয়নি বেশি৷ সবুজ রঙের উপর সোনালি দিয়ে লেখা ওই কার্ডের বয়ান৷ এছাড়াও কার্ডের সঙ্গে আমন্ত্রিতদের পাঠানো হয়েছে নানা ধরনের চকোলেট৷

[উমেদ ভবনে হবে প্রিয়াঙ্কার বিয়ে, এক রাতের ভাড়া জানলে অবাক হবেন]

আগস্টে ‘দেশি গার্ল’ বাগদান পর্ব সেরেছিলেন একেবারেই চুপিসারে৷ তারপর থেকেই তাঁদের বিয়ে নিয়ে শুরু হয়েছে ফিসফিসানি৷ মার্কিনি প্রেমিকের সঙ্গে কবে বিয়ে করছেন দেশি গার্লস তা নিয়ে বি-টাউনে কান পাতলেই চলছে গুঞ্জন৷ শোনা গিয়েছে, আগামী ২ ডিসেম্বর বিয়ে করছেন প্রিয়াঙ্কা৷ বাগদানের পর প্রিয়াঙ্কার সঙ্গে রাজস্থানের যোধপুরে এসেছিলেন নিক৷ ঐতিহাসিক প্রাসাদ, কেল্লা এবং ময়ূরের ভিড়ে ঠাসা যোধপুর ভীষণভাবে মন ছুঁয়েছে তাঁর৷ মনের মানুষের ভাললাগার দাম দিতেই উমেদ ভবনে বসছে বিয়ের আসর৷ ২৯ নভেম্বর থেকে শুরু হবে বিয়ের অনুষ্ঠান৷ ইতিমধ্যেই মেয়ের বিয়ের প্রস্তুতি খুঁটিয়ে দেখতে যোধপুরে চলে গিয়েছেন প্রিয়াঙ্কার মা মধু চোপড়া৷ আগামী সপ্তাহেই নাকি নিকের পরিজনেরাও চলে আসবেন যোধপুরে৷ গুঞ্জন চলছে, মেহেন্দি অনুষ্ঠানে নাকি বলিউডি গানে নাচবেন নিক৷ ইতিমধ্যেই কোরিওগ্রাফার গণেশ হেগড়ের কাছে তালিমও নিতে শুরু করেছেন মার্কিনি প্রেমিক৷ সংগীতের জন্য অন্য সব আয়োজনও শুরু করে দিয়েছেন এই সেলেব কাপল। সংগীতে কী পরবেন, সেই পোশাকও নাকি ঠিক করে ফেলেছেন প্রিয়াঙ্কা চোপড়া। আবু জানি ও সন্দীপ খোসলার ডিজাইন করা পোশাকেই সেদিন মঞ্চ মাতাতে দেখা যাবে দেশি গার্লকে। সেদিন থাকছে আরও একটি চমক। শোনা যাচ্ছে, হবু স্ত্রীকে নাকি সেদিন গানের মাধ্যমেই নিক বুঝিয়ে দেবেন তাঁর ভালবাসার কথা৷

[OMG! এত কোটি টাকায় বিক্রি হবে নিক-প্রিয়াঙ্কার বিয়ের ছবি!]

দীপিকা-রণবীরের মতোই নাকি দুই রীতিতে বিয়ে সারবেন নিক-প্রিয়াঙ্কা৷ বি-টাউনে জোর জল্পনা, ‘দেশি গার্ল’-এর জীবনের বিশেষ দিনের ছবি নাকি বিক্রি করা হবে৷ ছবির দাম ১৮ কোটি টাকা৷ একটি আন্তর্জাতিক ম্যাগাজিনে প্রকাশিত হবে রাজকীয় ওই বিয়ের ছবি৷ তবে এ বিষয়ে এখনও কিছুই জানাননি প্রিয়াঙ্কা৷

The post কেমন দেখতে নিক-প্রিয়াঙ্কার বিয়ের কার্ড? দেখুন সেই ছবি appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement