সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাওবাদী অধ্যুষিত এলাকায় সেনার শক্তি বাড়াতে তৎপর স্বরাষ্ট্রমন্ত্রক। ছত্তিশগড়ের বাস্তারের প্রত্যন্ত এলাকা থেকে তুলে আনা ৫৪৫ জন যুবক ও যুবতীকে নিয়ে তৈরি করা হল বিশেষ বাহিনী। যার নাম দেওয়া হয়েছে ‘বাস্তারিয়া’। ছত্তিশগড়-সহ মাওবাদী এলাকাকে হাতের তালুর মতো চেনা, এই বাহিনী হতে চলেছে কেন্দ্রের তুড়ুপের তাস। সিআরপিএফ ও কোবরা বাহিনীর সঙ্গে কাঁধে-কাঁধ মিলিয়ে মাওবাদী দমনে কাজ করবে এই বাহিনী।
[পুলিশ সুপারকে লাথি মারার হুমকি বিজেপি বিধায়কের, প্রকাশ্যে বিতর্কিত ভিডিও]
বাস্তারিয়া বাহিনীর ট্রেনিং দেখতে সোমবার অম্বিকাপুর যাচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সামনে তাঁদের প্রথম প্যারেডে পেশ করবে বাস্তারিয়া বাহিনী। এই বাহিনীর অন্যতম বিশেষত্ব হল, বাহিনীতে ৩৩ শতাংশ অর্থাৎ ২৪১ জন মহিলা রয়েছেন। কোন কাজে লাগানো হবে এই বিশেষ বাহিনীকে? সিআরপিএফ-এর এক উচ্চপদস্থ আধিকারিক জানাচ্ছেন, ছত্তিশগড়-সহ অন্যান্য মাওবাদী অধ্যুষিত রাজ্যগুলি থেকে বাছাই করা হয়েছে এই ৫৪৩ জন যুবক-যুবতীকে। ফলে এলাকার ভৌগলিক অবস্থান তাদের কাছে হাতের তালুর মতো পরিচিত। ঠিক সেই কারণেই সুকমা, দান্তেওয়াড়া, বিজাপুরের মতো অতিস্পর্শ্বকাতর এলাকা এবং অন্ধ্রপ্রদেশ, ওড়িশা ও তেলেঙ্গানার মতো মাও অধ্যুষিত রাজ্যগুলিতে কাজে লাগান হবে বাস্তারিয়া বাহিনীকে।
[দেশে প্রথম কোনও ব্যক্তিকে কালো তালিকাভুক্ত করল বিমান সংস্থা, কেন জানেন?]
জানা গিয়েছে, প্রথম থেকেই এই বাহিনীকে গুরুত্ব দিয়ে দেখেছে স্বরাষ্ট্রমন্ত্রক। প্রথমে, প্রত্যন্ত এলাকায় গিয়ে সেখান থেকে কর্মঠ ছেলে-মেয়েকে তুলে আনা হয়েছে। নির্বাচনের পর তাদের জন্য ব্যবস্থা করা হয়েছিল বিশেষ ট্রেনিংয়ের। সেখানে দৈহিক কসরতের পাশাপাশি তাদের দেওয়া হয়েছে বন্দুক চালানোর শিক্ষাও। ট্রেনিংয়ে যারা সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হয়েছেন তাদেরকেই অন্তর্ভূক্ত করা হয়েছে বাহিনীর। কোবরা ও সিআরপিএফের সঙ্গে কাজ করার জন্য কয়েকদিনের মধ্যেই ছত্তিশগড়, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, ওড়িশার মাও এলাকায় নিয়োগ করা হবে বাস্তারিয়া বাহিনীকে।
The post মাওবাদীদের বিরুদ্ধে সেনার মোক্ষম অস্ত্র ৫৪৩ জন ‘বাস্তারিয়া’ appeared first on Sangbad Pratidin.