shono
Advertisement

Breaking News

অপুষ্টিতে হাড় জিরজিরে দশা সিংহের, ভাইরাল ছবি দেখে চোখে জল পশুপ্রেমীদের

নেটদুনিয়ায় উঠেছে #SaveSickAndStarvingLionsInSudanPark ঝড়। The post অপুষ্টিতে হাড় জিরজিরে দশা সিংহের, ভাইরাল ছবি দেখে চোখে জল পশুপ্রেমীদের appeared first on Sangbad Pratidin.
Posted: 07:46 PM Jan 22, 2020Updated: 07:46 PM Jan 22, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেউ শুয়ে রয়েছে। আবার কেউ বা খাঁচার পাশে বসে রয়েছে। সকলের হাড় জিরেজিরে দশা।

Advertisement

আচমকাই পিছন দিক থেকে নজর পড়লে মনে হতে পারে কোনও রোগা চেহারার কুকুর শুয়ে রয়েছে। কিন্তু মুখের দিক থেকে তাকালেই ভেঙে যাবে ভুল। বুঝতে পারছেন যা দেখছিলেন আর যা ভাবছেন, তার মধ্যে আকাশ পাতাল তফাৎ। কারণ, হাড় জিরজিরে চেহারা নিয়ে যারা শুয়ে কিংবা বসে রয়েছে তারা সিংহ। দীর্ঘদিন অপুষ্টিতে ভোগার ফলে এমনই দশা সুদানের এক পার্কে থাকা ওই পাঁচটি পশুরাজের।

সুদানের রাজধানী খারতুমের আল-কুরেশি পার্কে বন্দি সিংহ-সিংহী মিলিয়ে মোট পাঁচটি প্রাণী। সংবাদ সংস্থা এএফপি’র এক সাংবাদিক ওই পার্কে গিয়েছিলেন। সেখানে গিয়েই দুর্বল সিংহগুলি নজরে আসে তাঁর। হাতে ক্যামেরা ছিল সেই সময়। তাই সিংহের ছবি ফ্রেমবন্দি করতে এতটুকু সময় নষ্ট করেননি ওই সাংবাদিক।

[আরও পড়ুন: ‘বন্ধু’ ইমরানের সঙ্গে বৈঠকের পর কাশ্মীর নিয়ে ফের মধ্যস্থতার প্রস্তাব ট্রাম্পের]

ওসমান সালিহ নামে এক ব্যক্তি ওই ছবি শেয়ার করেন। ছবিতে ধরা পড়েছে পাঁচটি আফ্রিকান সিংহের করুণ দশা। যারা একদিন পার্কে আসা পর্যটকদের মনোরঞ্জন করত। তারাই এখন খাবারের অভাবে কেউ দাঁড়াতে পারে। তো কেউ সেই ক্ষমতাও হারিয়ে ফেলেছে। পার্ক কর্তৃপক্ষের দাবি, খাবারের অভাবে তাদের প্রায় দুই-তৃতীয়াংশ ওজন কমেছে। সুদানের আর্থিক অবস্থা তলানিতে ঠেকেছে। সাধারণ মানুষ হাজার জীবন সংগ্রামের পরেও দু’বেলা দু’মুঠো খেতে পাননা। সেখানে সিংহদের করুণ দশার ছবি অবাক করে না পার্ক কর্তৃপক্ষকে।

[আরও পড়ুন: সংস্পর্শেই ছড়াচ্ছে করোনা ভাইরাস, উদ্বেগ বাড়িয়ে ঘোষণা চিনের]

তবে ওসমান সালিহর টুইট যন্ত্রণা দিচ্ছে পশুপ্রেমীদের। তিনি #SaveSickAndStarvingLionsInSudanPark ছবি পোষ্ট করেন। প্রধানমন্ত্রীর কাছে অপুষ্টিজনিত কারণে অসুস্থ সিংহদের জন্য খাবারের ব্যবস্থা করার আরজি জানিয়েছেন তিনি। ওসমান সালিহর হ্যাশট্যাগ এখন নেটদুনিয়ায় ভাইরাল। পশুপ্রেমীরা চাইছেন, যেকোনও উপায়ে ওই সিংহদের খাবারের বন্দোবস্ত করা হোক।

The post অপুষ্টিতে হাড় জিরজিরে দশা সিংহের, ভাইরাল ছবি দেখে চোখে জল পশুপ্রেমীদের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement