shono
Advertisement
UEFA Euro 2024

'নতুন যৌবনের দূত...', ইউরোয় নজর কাড়তে পারেন যে পাঁচ তরুণ তুর্কি

ইউরো কাপ হয়ে উঠতে পারে নতুন তারকার উত্থান মঞ্চ।
Published By: Arpan DasPosted: 08:08 PM Jun 14, 2024Updated: 08:08 PM Jun 14, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গতির খেলা ফুটবল। অভিজ্ঞতার যেমন মূল্য রয়েছে, তেমনই রয়েছে যৌবনের দাপট। ইউরো কাপ (UEFA Euro 2024) হয়ে উঠতে পারে নতুন ফুটবলারের উত্থান মঞ্চ। কে হবেন আগামী দিনে ইউরোপের ফুটবলের মুখ? অনেকেই আছেন তালিকায়। তবে বিশেষ নজর থাকবে এই পাঁচ তরুণ ফুটবলারের দিকে।

Advertisement

জুড বেলিংহাম: রিয়াল মাদ্রিদের আকাশে নতুন তারকা বেলিংহাম (Jude Bellingham)। এবছরই ইংল্যান্ডের তারকাকে বিরাট অঙ্কে সই করিয়েছে স্পেনের ক্লাব। আর প্রথম মরশুমেই তাঁর প্রতিভার বিচ্ছুরণ দেখেছে ইউরোপের ক্লাব ফুটবল। ৪২ ম্যাচে ২৩ গোল রয়েছে তাঁর। সঙ্গে ১৩টি অ্যাসিস্ট। ২০ বছর বয়সি ফুটবলার হয়ে উঠতে পারেন সাউথগেটের তুরুপের তাস।

লামিনে ইয়ামাল: এবারের ইউরোতে তীক্ষ্ণ নজর থাকবে স্পেনের লামিনে ইয়ামালের (Lamine Yamal) দিকে। বয়স মাত্র ১৬। কিন্তু ইতিমধ্যেই বার্সেলোনা ভক্তদের নয়নের মণি হয়ে উঠছে সে। স্কিল, গতি, পাস বাড়ানোর দক্ষতায় সে চমকে দিয়েছে ফুটবলমহলকে। ৭টি গোলের সঙ্গে রয়েছে ১০টি অ্যাসিস্ট। জর্জিয়ার বিরুদ্ধে গোল করে দেশের সর্বকনিষ্ঠ ফুটবলার হয়ে উঠেছে এই উইঙ্গার। ইউরোপের হারানো আসন পেতে তার উপর বাজি রাখতেই পারে স্পেন।

[আরও পড়ুন: ‘রাঙিয়ে দিয়ে যাও…’ শেষবার ইউরোতে নামতে চলেছেন যে পাঁচ মহাতারকা!]

জামাল মুসিয়ালা: ইউরোপীয় ফুটবলে বেশ কয়েকবছর ধরেই পরিচিত নাম মুসিয়ালা (Jamal Musiala)। বায়ার্ন মিউনিখের হয়ে একাধিক সাফল্য অর্জন করেছেন ২১ বছর বয়সি তারকা। অথচ আন্তর্জাতিক কেরিয়ার শুরু হয়েছিল ইংল্যান্ডের হয়ে। কিন্তু এখন জার্মানির মাঝমাঠের প্রধান স্তম্ভ। সঙ্গে পাবেন আর এক তরুণ তুর্কি ফ্লোরিয়ান উইৎজ (Florian Wirtz)। বায়ার লেভারকুসেনের এবার বুন্দেশলিগা জয়ের অন্যতম কারিগর ছিলেন এই মিডফিল্ডার।

জাভি সিমন্স: ২১ বছর বয়সি ডাচ তারকা নজর কেড়েছেন ক্লাব ফুটবলে। নেদারল্যান্ডসের হয়ে জাভি সিমন্স (Xavi Simons) খেলে ফেলেছেন ১৩টি ম্যাচ। তবে জাতীয় দলে এখনও গোল পাননি। ফলে তাঁর কাছে সুযোগ রয়েছে নতুন নায়ক ওঠার। এছাড়াও আছেন সাইডব্যাক জেরেমি ফ্রিম্পং (Jeremie Frimpong)। ডিফেন্স যেমন সামলাতে পারেন, তেমনই ঝড়ের বেগে আক্রমণভাগে সাহায্য করেন বায়ার লেভারকুসেনের এই ফুটবলার।

[আরও পড়ুন: ঘরের মাটিতে ইউরো জয়ের লক্ষ্যে নামছে ক্রুজ-মুসিয়ালারা, একনজরে জার্মানির শক্তি-দুর্বলতা]

আর্দা গুলার: তুরস্ককে ইউরোর 'কালো ঘোড়া' বলে চিহ্নিত করছেন অনেকেই। আর করবে নাই-বা কেন? আর্দা গুলারের (Arda Guler) মতো তরুণ তুর্কি রয়েছেন তুরস্কতে। গত মরশুমে এই মিডফিল্ডারকে নিয়ে টানাটানি চলেছিল রিয়াল আর বার্সার মধ্যে। শেষ পর্যন্ত রিয়ালে গেলেও বেশিরভাগ সময়টা বেঞ্চেই কেটেছে। ভুগিয়েছে চোটের সমস্যাও। কিন্তু শেষের দিকে সুযোগ পেতেই একের পর এক দুরন্ত পারফরম্যান্স করেছেন। তুরস্কের জার্সিতেও সেই ফর্মই ধরে রাখতে চাইবেন গুলার।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • গতির খেলা ফুটবল। অভিজ্ঞতার যেমন মূল্য রয়েছে, তেমনই রয়েছে যৌবনের দাপট।
  • কে হবেন আগামী দিনে ইউরোপের ফুটবলের মুখ?
  • অনেকেই আছেন তালিকায়। তবে বিশেষ নজর থাকবে এই পাঁচ তরুণ ফুটবলারের দিকে।
Advertisement