shono
Advertisement

Breaking News

খাস কলকাতার ফ্ল্যাটে মধুচক্র! খদ্দের সেজে ২ মহিলাকে হাতেনাতে ধরলেন গোয়েন্দারা

ঘটনার সঙ্গে জড়িত বাকিদের খোঁজ চালানো হচ্ছে।
Posted: 08:57 AM Sep 27, 2023Updated: 08:57 AM Sep 27, 2023

অর্ণব আইচ: নিউ আলিপুরের ফ্ল‌্যাটে মধুচক্র! খদ্দের সেজে সেই ফ্ল‌্যাটে তল্লাশি চালিয়ে হাতেনাতে ধরলেন লালবাজারের গোয়েন্দারা। মধুচক্রের দুই মহিলা ম‌্যানেজারকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে এক তরুণীকে।

Advertisement

পুলিশ জানিয়েছে, দক্ষিণ কলকাতার নিউ আলিপুরের সাহাপুর কলোনিতে ঘটেছে এই ঘটনাটি। সেখানেই একটি ফ্ল‌্যাট ভাড়া নেয় অভিযুক্ত অনিতা যাদব। সঙ্গে নেয় সিয়ানা খান নামে একবালপুরের ময়ূরভঞ্জ রোডের বাসিন্দা অন‌্য এক যুবতীকেও। দু’জন মিলেই শহরের বিভিন্ন জায়গা থেকে তরুণীদের কাজের লোভ দেখিয়ে নিয়ে আসে ওই মধুচক্রের আসরে। সোশ‌্যাল মিডিয়া ও অন‌্যান‌্যভাবে বিজ্ঞাপন দেওয়া হত। কখনও ম‌্যাসেজ, আবার কখনও বা বন্ধুত্বের টোপ দিয়ে নিয়ে আসা হত ওই ফ্ল‌্যাটে।

[আরও পড়ুন: দালালরাজ রুখতে কড়া পদক্ষেপ নয় কেন? সাগর দত্তের অধ্যক্ষকে ‘ধমক’ মদনের]

গোপন সূত্রে খবর পেয়ে সোমবার রাতে গোয়েন্দা পুলিশ ওই ফ্ল‌্যাটে তল্লাশি চালায়। সেই সময়ও কাজের লোভ দেখিয়ে আনা এক তরুণী ফ্ল্যাটে ছিল। সেখান থেকেই দুই মহিলা ম‌্যানেজারকে গ্রেপ্তার করে পুলিশ। উদ্ধার করে ওই তরুণীকে। ফ্ল‌্যাট থেকে উদ্ধার হয় আপত্তিকর বস্তু ও চার হাজার টাকা। ধৃতদের জেরা করে এই চক্রের অন‌্যদের সন্ধান পাওয়ার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

[আরও পড়ুন: মানুষের সেবা করতে রাজনীতিতে, নিজের টোটো চালিয়েই শপথ নিতে গেলেন বিদ্যুৎ ও শিক্ষা কর্মাধ্যক্ষ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement