সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিমানে পচা খাবার পরিবেশন! যাত্রীরা যাতে অসুস্থ না হয়ে পড়েন তার জন্য জরুরি অবতরণ করতে হয় ডেল্টা এয়ারলাইন্সের একটি বিমানকে। কেন যাত্রী ও ক্রুয়ের সদস্যদের পচা খাবার দেওয়া হয়েছে তা নিয়ে তদন্ত শুরু করেছে মার্কিন বিমান সংস্থাটি। যাত্রীদের অসুবিধা ও যাত্রায় বিলম্ব হওয়ার জন্য ক্ষমা চাওয়া হয়েছে কর্তৃপক্ষের তরফে।
সংবাদ সংস্থা এপি সূত্রে খবর, ডেল্টা এয়ারলাইন্সের বিমানটি ডেট্রয়েট থেকে আমস্টারডাম যাচ্ছিল। ডেট্রয়েট থেকে স্থানীয় সময় মঙ্গলবার রাত ১১টা নাগাদ ২৭৭ জন যাত্রী নিয়ে বিমানটি রওনা দেয়। অভিযোগ, এদিন গভীর রাতে প্রধান কেবিনে খাবার নষ্ট হওয়ার খবর মেলে। জানা যায়, ক্রুয়ের সদস্যরা ও বহু যাত্রী সেই খাবার খেয়ে ফেলেছেন। তাঁদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে বিমানটি জরুরি অবতরণ করানোর সিদ্ধান্ত নেওয়া হয়। বুধবার ভোর ৪টে নাগাদ সেটি নিউ ইয়র্কে পৌঁছয়।
[আরও পড়ুন: এসসিও-র ফাঁকে চিনের বিদেশমন্ত্রীর সঙ্গে বৈঠক, সীমান্ত সংঘাত নিয়ে কী বার্তা জয়শংকরের?]
জানা গিয়েছে, নিউ ইয়র্ক বিমানবন্দরে অবতরণ করার পরই একটি মেডিক্যাল টিম ১৪ জন যাত্রী ও ক্রুয়ের ১০ জনের স্বাস্থ্য পরীক্ষা করে। তবে কাউকেই হাসপাতালে ভর্তি করার প্রয়োজন পড়েনি। তবে ২৭৭ জনের মধ্যে কতজন ওই পচা খাবার খেয়েছিলেন তা জানা যায়নি। গোটা ঘটনায় ক্ষুব্ধ মার্কিন বিমান সংস্থাটি। ডেল্টার পক্ষ থেকে এনিয়ে কড়া পদক্ষেপ গ্রহণ করে তদন্ত শুরু করা হয়েছে। ঘটনার পরই ডেল্টার এক মুখপাত্র বলেছেন, "আমরা আমাদের গ্রাহকদের সমস্যা এবং যাত্রায় বিলম্বের জন্য আন্তরিকভাবে দুঃখিত।" এদিকে, যাত্রীদের জন্য থাকার ব্যবস্থা করার পাশাপাশি আমস্টারডামের ফ্লাইট পুনরায় বুক করার বিকল্প পথও যাত্রীদের জানায় বিমানবন্দর কর্তৃপক্ষ।