shono
Advertisement

খেলা চলাকালীনই নামল আঁধার, এশিয়া কাপের ম্যাচ আয়োজনে মুখ পুড়ল পাকিস্তানের

আঁধারে ডুবে গদ্দাফি স্টেডিয়াম।
Posted: 07:13 PM Sep 06, 2023Updated: 07:39 PM Sep 06, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এশিয়া কাপের (Asia Cup) ম্যাচ চলাকালীন বিপত্তি পাকিস্তানের (Pakistan) স্টেডিয়ামে। ম্যাচ চলাকালীন আচমকাই নিভে গেল মাঠের একটি ফ্লাডলাইট। তার জেরে বেশ খানিকক্ষণ খেলা বন্ধ থাকল। বুধবার লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে বাংলাদেশ বনাম পাকিস্তানের (Pakistan vs Bangladesh) ম্যাচে আলো নিয়ে বিপত্তি ঘটে। স্টেডিয়ামে উপস্থিত দর্শকরা মোবাইলের আলো জ্বেলে রাখেন। প্রায় ২০ মিনিটেরও বেশি বন্ধ থাকে মাঠের আলো।  

Advertisement

[আরও পড়ুন: ‘মেসির আর্জেন্টিনাকে পাইয়ে দেওয়া হয়েছে বিশ্বকাপ’, এখনও ফুঁসছেন ভ্যান গাল]

ঘটনার সূত্রপাত পাকিস্তান ইনিংসে। পাঁচ ওভার খেলা শেষ হতেই আচমকা অন্ধকার হয়ে যায় লাহোরের গদ্দাফি স্টেডিয়াম। মাঠের মধ্যে থাকা একটি ফ্লাডলাইট নিভে যায়। বাধ্য হয়েই খেলা থামিয়ে দিতে বাধ্য হন আম্পায়াররা। মাঠ ছেড়ে বেরিয়ে আসেন ক্রিজে থাকা দুই পাকিস্তানি ব্যাটার অধিনায়ক বাবর আজম ও ফখর জামান। মাঠ ছাড়তে হয় বাংলাদেশি ফিল্ডারদের। 

এদিন টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। তবে পাক পেসারদের দাপটে আগাগোড়া চাপে ছিলেন ব্যাটাররা। দুর্দান্ত ছন্দে শুরু করেও উইকেট ছুঁড়ে দেন লিটন দাস। বাংলাদেশের সবচেয়ে অভিজ্ঞ দুই ব্যাটার শাকিব আল হাসান ও মুশফিকুর রহিম হাফ সেঞ্চুরি হাঁকান। তবে সেট হওয়ার পরেও দায়িত্বজ্ঞানহীনভাবে আউট হন তাঁরা। দু’শোর নীচেই গুটিয়ে যায় বাংলাদেশ ইনিংস। চার উইকেট নেন পাক পেসার হ্যারিস রউফ। সহজ লক্ষ্য তাড়া করতে নেমে বেশ স্বচ্ছন্দ দেখাচ্ছে পাক ব্যাটারদের। 

[আরও পড়ুন: বিশেষজ্ঞ অফস্পিনারের অভাব ভারতের বিশ্বকাপ দলে, দুর্বলতা খুঁজে পেলেন প্রাক্তন ক্রিকেটার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement