shono
Advertisement

Breaking News

‘আমিও টানা পাঁচটা পেনাল্টি মিস করেছি, তা সত্ত্বেও আমি মারাদোনা’

এভাবেই মেসির পাশে দাঁড়ালেন কিংবদন্তি৷ The post ‘আমিও টানা পাঁচটা পেনাল্টি মিস করেছি, তা সত্ত্বেও আমি মারাদোনা’ appeared first on Sangbad Pratidin.
Posted: 08:27 PM Jun 18, 2018Updated: 08:57 PM Jun 18, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাশিয়া বিশ্বকাপের প্রথম ম্যাচেই তাঁর পারফরম্যান্স চূড়ান্ত হতাশ করেছে ফুটবলপ্রেমীদের৷ আইসল্যান্ডের বিরুদ্ধে আর্জেন্টিনার সেই ম্যাচের কথা মনে পড়লে এখনও বুকের ভিতর খোঁচা লাগছে৷ বিশ্ব মঞ্চে লিও মেসির পেনাল্টি থেকে গোল হাতছাড়া করাটা যেন কিছুতেই মেনে নেওয়া সম্ভব হচ্ছে না৷ কিন্তু তারপরই আর্জেন্টিনা বিরোধী ও মেসিবিরোধীরা যেন হাতে চাঁদ পেয়েছেন৷ এলএম টেনের খারাপ পারফরম্যান্সকে বাক্যবাণে বিদ্ধ করার এই সুবর্ণ সুযোগ পুরোদমে কাজে লাগিয়েছেন তাঁরা৷ নেটদুনিয়া ভরেছে অজস্র ট্রোলে৷ যার মধ্যে বেশ কিছু শালীনতার সীমাও ছাড়িয়ে গিয়েছে৷ তবে নিন্দুকরা যাই বলুন, এমন পরিস্থিতিতে মেসির পাশেই দাঁড়িয়েছেন ফুটবলের রাজপুত্র দিয়েগো মারাদোনা৷ বলে দিচ্ছেন, একটি নয়, তিনিও পাঁচ পেনাল্টি মিস করেছেন৷ তা সত্ত্বেও তিনি মারাদোনা৷

Advertisement

[নেইমারকে ট্যাকলের প্রতিবাদে নবান্ন ঘেরাও! নেটদুনিয়ায় টানটান বিশ্বকাপ যুদ্ধ]

হ্যাঁ, এমন কথা সবার পক্ষে বলা সম্ভব নয়৷ বলা শোভাও পায় না৷ কারণ আর্জেন্টিনাকে তিনি যা দিয়েছেন, তার ধারে কাছে কেউ পৌঁছাতে পারেননি৷ আর তাই তাঁর নিজের দেশ নিয়ে যখন সমালোচনা হচ্ছে, তখন মুখ বুজে থাকতে পারেননি তিনি৷ কোনও একটা ম্যাচের পারফরম্যান্স দিয়ে যেমন মারাদোনাকে বিচার করা যায় না, তেমনই পেনাল্টি থেকে একবার গোল মিস করলে মেসির ফুটবল দক্ষতা নিয়ে প্রশ্ন তোলা চলে না৷ এমনটাই মত মারাদোনার৷ আইসল্যান্ডের কাছে আর্জেন্টাইনদের আটকে যাওয়ার জন্য দায়ী করা হচ্ছে মেসিকেই৷ এমনকী হতাশায় নিমজ্জিত মেসি নিজেও তা স্বীকার করেছেন৷ কিন্তু মেসির ফুটবল শৈলী, স্কিল ও দেশের প্রতি দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন ওঠায় ক্ষুব্ধ মারাদোনা৷ আর তাই নিজের বড়াই করেই প্রকারন্তরে বুঝিয়ে দিয়েছেন, মেসিকে ছোট করার কোনও মানেই হয় না৷

পেশায় পরিচালক হানেস হ্যালডরসনের মধ্যে যেন কোনও মায়াবী শক্তি ভর করেছিল সেদিন৷ আর তাই বিশ্বের সেরা তারকার শট আটকে আইসল্যান্ডের নায়ক হয়ে উঠেছিলেন তিনি৷ মারাদোনার মতে, বিশ্বকাপের মঞ্চে এমনটা হতেই পারে৷ ১২ গজ দূর থেকে শট নিতে ভুল হতেই পারে৷ তাঁরও হয়েছিল৷ এমনকী পরিসংখ্যান ঘাঁটলে দেখা যাবে পেনাল্টি থেকে গোল করার নিরিখে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর থেকে অনেকটাই এগিয়ে মেসি৷ ১৯৮৬-র বিশ্বকাপজয়ী কিংবদন্তি বলছেন, “আমি টানা পাঁচটা পেনাল্টি মিস করেছিলাম৷ তা সত্ত্বেও আমি দিয়েগো আর্মান্দো মারাদোনা৷ আর শুধু পেনাল্টি মিস করার জন্যই যে দল দু’পয়েন্ট খুইয়েছে, এমনটাও নয়৷ ‘বাচ্চা’ (পড়ুন মেসি) নিজের দায়িত্ব ভালভাবেই পালন করেছে৷” বরং ড্রয়ের জন্য কোচ সাম্পাওলিকেই দায়ী করছেন মারাদোনা৷ তাঁর মতে, সাম্পাওলিকে কোচে দায়িত্বে আনাটাই আর্জেন্টিনার ভুল সিদ্ধান্ত৷

[জানেন, বিশ্বকাপের ম্যাচ খেলিয়ে কত টাকা পান রেফারিরা?]

সেদিন মেসির পরিস্থিতি দেখে নিজের অতীত স্মৃতি মনে পড়ে গিয়েছে মারাদোনার৷ বলছেন, “মাঠে ওকে বেশ বিরক্ত দেখাচ্ছিল৷ একেবারে আমার মতোই৷ ওকে সবসময় অন্তত দু’জনকে কাটিয়ে এগোতে হয়৷ তারপর পাস পাওয়ার কোনও সুযোগ থাকে না৷” আইসল্যান্ড ম্যাচ এখন অতীত৷ পরের ম্যাচে মেসি কী করেন, গোটা বিশ্বের মতো সেদিকে তাকিয়ে মারাদোনাও৷

The post ‘আমিও টানা পাঁচটা পেনাল্টি মিস করেছি, তা সত্ত্বেও আমি মারাদোনা’ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement