shono
Advertisement
India Football

জাতীয় শিবিরের জন্য ২৬ ফুটবলারকে ডাকলেন স্টিমাচ, নেই মুম্বই-মোহনবাগানের কেউ!

১০ মে থেকে ভুবনেশ্বরে প্রস্তুতি শুরু করবে ভারতীয় ফুটবল দল।
Posted: 02:34 PM May 04, 2024Updated: 02:34 PM May 04, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লক্ষ্য ২০২৬ ফুটবল বিশ্বকাপের (FIFA World Cup) যোগ্যতা অর্জন। জুন মাসে তৃতীয় রাউন্ডে ওঠার জন্য লড়াইয়ে নামবে ভারত (India Football)। সামনে কুয়েত ও কাতারের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচ। তার আগে শনিবার প্রস্তুতি শিবিরের জন্য ২৬ জন ফুটবলারের তালিকা ঘোষণা করলেন জাতীয় কোচ ইগর স্টিমাচ।

Advertisement

১০ মে থেকে ভুবনেশ্বরে প্রস্তুতি শুরু করবে ভারতীয় ফুটবল দল। ৬ জুন যুবভারতীতে কুয়েতের মুখোমুখি হবে ইগর স্টিমাচের ছেলেরা। কাতারের বিরুদ্ধে যোগ্যতা অর্জন পর্বের শেষ ম্যাচ ১১ জুন। খেলা হবে দোহায়। তার আগে ২৬ জনের যে দল ঘোষিত হয়েছে, সেখানে স্থান পাননি মোহনবাগান ও মুম্বই সিটির ফুটবলাররা। দুই দলই এদিন আইএসএল ফাইনালে মুখোমুখি হবে।

এক নজরে দেখে নেওয়া যাক ২৬ সদস্যের ভারতীয় দল-
গোলকিপার- গুরপ্রীত সিং সাঁধু, অমরিন্দর সিং।
ডিফেন্ডার- অময় রানাওয়াডে, জয় গুপ্ত, লালচুনুঙ্গা, মহম্মদ হামাদ, নরেন্দর, নিখিল পূজারি, রোশন সিং নাওরেম।
মিডফিল্ডার- ব্রেন্ডন ফার্নান্ডেজ, এডমুন্ড লালরিন্ডিকা, ইমরান খান, আইজ্যাক, জিকসন সিং, মহেশ সিং নাওরেম, মোহম্মদ ইয়াসির, নন্দ কুমার, রাহুল প্রবীণ, সুরেশ সিং, ভিবিন মোহন।
ফরওয়ার্ড- ডেভিড লাললাসানাঙ্গা, জিতিন সুবরন, লালরিঞ্জুয়ালা, পার্থিব গোগোই, রহিম আলি, সুনীল ছেত্রী।

[আরও পড়ুন: ‘ভরা গ্যালারি নিয়ে চিন্তা নেই’, লিগ-শিল্ডে হারের জবাব দেওয়াই লক্ষ্য রাহুলদের]

সুনীল ছেত্রীর মতো অভিজ্ঞদের সঙ্গে অনেক নতুন ফুটবলারও আছেন এই তালিকায়। মহামেডানের প্রতিভাবান স্ট্রাইকার ডেভিড ডাক পেয়েছেন জাতীয় শিবিরে। ইস্টবেঙ্গল থেকে আছেন লালচুনুঙ্গা, মহেশ সিং, নন্দ কুমার। এই মুহূর্তে ৪ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে তালিকায় দ্বিতীয় স্থানে আছে ভারত। ১২ পয়েন্ট নিয়ে এক নম্বর স্থানে আছে কাতার। তৃতীয় রাউন্ডে যেতে হলে পরের ম্যাচগুলিতে দুরন্ত পারফরম্যান্স দেখাতে হবে ভারতীয় ফুটবলারদের।

[আরও পড়ুন: ‘মোহনবাগান আইএসএল জিতলে স্টেনগান সেলিব্রেশন করব’, ফেসবুক লাইভে বললেন সোনি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মহামেডানের প্রতিভাবান স্ট্রাইকার ডেভিড ডাক পেয়েছেন জাতীয় শিবিরে।
  • ৬ জুন যুবভারতীতে কুয়েতের মুখোমুখি হবে ইগর স্টিমাচের ছেলেরা।
  • কাতারের বিরুদ্ধে যোগ্যতা অর্জন পর্বের শেষ ম্যাচ ১১ জুন। খেলা হবে দোহায়।
Advertisement