এই মরশুমের আইএসএল ব্রডকাস্টিং রাইটসের জন্য টেন্ডার প্রকাশ করল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। আগ্রহী সংস্থা এই টেন্ডার জমা দিতে পারবে ১ ফেব্রুয়ারি সন্ধ্যা পাঁচটার মধ্যে। টেন্ডার খোলার দিন ধার্য করা হয়েছে ২ ফেব্রুয়ারি। এদিন ৩৯ পাতার এই টেন্ডার প্রকাশ করা হয়েছে।
এই টেন্ডারে আগ্রহী সংস্থাদের জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ শর্ত রেখেছে ফেডারেশন। প্রথমত ৯১টি ম্যাচের ব্রডকাস্টিংয়ের জন্য এই টেন্ডার প্রকাশ করা হয়েছে। প্রি বিড কনফারেন্সের তারিখ ধার্য করা হয়েছে ২৩ জানুয়ারি। টেন্ডার তোলার জন্য ফেডারেশনকে পাঁচ লক্ষ টাকা সিকিউরিটি ডিপোজিট করতে হবে আগ্রহী সংস্থাকে। বিড নির্বাচিত না হলে এই অর্থ ফেরত পাওয়া যাবে।
একইসঙ্গে গত তিন বছরের লাইভ স্পোর্টস কভারেজের অভিজ্ঞতা থাকতে হবে আগ্রহী সংস্থাকে। অন্তত দু'টি মরশুমে পেশাদার লিগে লাইভ কভারেজ করার অভিজ্ঞতা থাকতে হবে সংশ্লিষ্ট সংস্থাকে। সংস্থাটির নেটওয়ার্থ হতে হবে ১০ কোটি টাকা। একই সঙ্গে তিনটি আর্থিক বছরে গড় আয় ১০ কোটি টাকা হতে হবে। কনসোর্টিয়াম করেও সংস্থাগুলো আবেদন করতে পারে। আইএসএলের কমার্শিয়াল পার্টনার খোঁজার জন্য ছ'মাসের মধ্যে দ্বিতীয়বার ফেডারেশন এই টেন্ডার প্রকাশ করল।
দীর্ঘ কয়েকমাস ফেডারেশনের ব্যর্থতার পর কিছুদিন আগেই কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মাণ্ডব্য আইএসএলের দিন ঘোষণা করেছেন। ১৪ ফেব্রুয়ারি থেকে আইএসএল শুরু হওয়ার কথা। এখনও পর্যন্ত সূচি ঘোষণা করতে পারেনি সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। তবে টেন্ডার প্রকাশ করায় কিছুটা স্বস্তি ক্লাবগুলোর মধ্যে। আগেরবারও টেন্ডার প্রকাশ করেছিল। যদিও সেবার কোনও সংস্থাই আগ্রহ দেখায়নি।
