বার্সেলোনা: ৫ (ইয়ামাল, লেওয়ানডস্কি, রাফিনহা ২, বালদে)
রিয়াল মাদ্রিদ: ২ (কিলিয়ান এমবাপে, রদ্রিগো)
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এমবাপের গোলে শুরুটা ভালোই হয়েছিল রিয়াল মাদ্রিদের। কিন্তু প্রথমার্ধের মধ্যেই চার গোল মেরে ম্যাচ পকেটে পুরে নিল বার্সেলোনা। দ্বিতীয়ার্ধের শুরুতে আরও একটি গোল করলেন রাফিনহারা। কিন্তু পরে বার্সেলোনাকে ১০জনে পেয়েও সুবিধা নিতে পারলেন না এমবাপেরা। সব মিলিয়ে এল ক্লাসিকোয় ৫-২ গোলে জিতে স্প্যানিশ সুপার কাপ ঘরে তুলল বার্সেলোনা।
অথচ সৌদির কিং আবদুল্লাহ স্টেডিয়ামে ৫ মিনিটের মধ্যে রিয়াল মাদ্রিদকে এগিয়ে দিয়েছিলেন এমবাপে। ভিনিসিয়াসের পাস ধরে ফরাসি তারকা গতিতে পরাস্ত করেন বার্সার বালদেকে। কিন্তু ২২ মিনিট থেকে এল ক্লাসিকোর পাশা পালটে দিতে থাকেন ইয়ামালরা। দুরন্ত ফিনিশিংয়ে বার্সেলোনাকে সমতায় ফেরালেন ১৭ বছরের বিস্ময় প্রতিভা। ৩৬ মিনিটে কাতালুনিয়ার ক্লাবকে পেনাল্টি থেকে এগিয়ে দেন লেওয়ানডস্কি।
৩ মিনিটের মধ্যে ফের গোল বার্সেলোনার। কুন্ডের ক্রস থেকে হেডে রাফিনহা যেভাবে জালে বল জড়ালেন, তা ছবির মতো সুন্দর। প্রথমার্ধের সংযুক্তি সময়ে চতুর্থ গোলটি করেন বালদে। রক্ষণের দায়িত্ব থেকে অনেকটা উঠে এসে গোল করে যান তিনি। দ্বিতীয়ার্ধের শুরুতেও ঝড় তোলে বার্সেলোনা। রিয়ালের রক্ষণকে কার্যত বোকা বানিয়ে একক দক্ষতায় ফের গোল করেন রাফিনহা।
৫ গোলে এগিয়ে থাকা অবস্থায় লাল কার্ড দেখেন বার্সেলোনার গোলকিপার সেজনি। ৫৬ মিনিটে বক্সের বাইরে এসে অন্যায্যভাবে ভিনিসিয়াসকে বাধা দিয়ে মাঠের বাইরে যান পোলিশ গোলকিপার। সেই ফ্রি কিক থেকে ব্যবধান কমান রদ্রিগো। কিন্তু প্রায় ৪০ মিনিট বার্সেলোনাকে দশ জনে পেয়েও গোল করতে ব্যর্থ এমবাপে-বেলিংহ্যামরা। ৫-২ ব্যবধানে এল ক্লাসিকো জিতে ১৫ বার স্প্যানিশ সুপার কাপ ঘরে তুলল বার্সেলোনা।