সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সময় আসন্ন। ক্রীড়াপ্রেমীদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে শনিবার, ১৩ ডিসেম্বর কলকাতায় পা রাখতে চলেছেন লিওনেল মেসি। মাহেন্দ্রক্ষণের অপেক্ষায় রয়েছে তিলোত্তমা। এরই মাঝে কলকাতায় মেসির বাড়ি দেখারও হিড়িক পড়েছে। কি অবাক হচ্ছেন কলকাতায় মেসির বাড়ির কথা শুনে? শহরের কোথায় গেলে দেখা মিলবে বাড়িটি?
সল্টলেকের পূর্বাঞ্চলীয় সাংস্কৃতিক কেন্দ্রের (ইজেডসিসি) কাছে নিরিবিলি এক পাড়া। যুবভারতী থেকে মাত্র ১০০ মিটার দূরের এই জায়গাটিতে এলে মনে হবে যেন মায়ামিতে চলে এসেছেন। সেখানেই আর্জেন্টিনা ফুটবল ফ্যান ক্লাবের পক্ষ থেকে তৈরি হয়েছে ‘হোলা মেসি ফ্যান জোন’। একঝলক দেখলে মনে হবে যেন ফ্লোরিডার বাড়ির প্রতিচ্ছবি। বাড়িটির রং পুরোটাই নীল-সাদা। তার ঝুল বারান্দায় সপরিবারে বসে রয়েছেন মেসি।
এমন উদ্যোগ সফল করার নেপথ্যে উত্তম সাহা। তাঁরই মস্তিষ্কপ্রসূত এটা। সঙ্গে রয়েছেন ছেলে প্রজ্ঞান সাহাও। বরাবরই ফুটবল অন্তপ্রাণ আর্জেন্টিনার ভক্ত উত্তমবাবু সংবাদ প্রতিদিন ডট ইন-কে জানালেন, "মেসিকে খুব ভালোবাসি আমরা। ও সর্বকালের সেরা। এই বাড়ির ভিতরে রয়েছে সংগ্রহশালা। যা তৈরি প্লাই উড দিয়ে। সেখানে রয়েছে মেসির পাওয়া বিভিন্ন ট্রফির রেপ্লিকা। লা লিগার ট্রফি থেকে শুরু করে চ্যাম্পিয়ন্স লিগ কাপ, কোপা আমেরিকা, বিশ্বকাপ ট্রফি, ব্যালন ডি'অর ট্রফি সব কিছুই রয়েছে এখানে।"
জানা গেল, ২০০ মিটার লম্বা এলইডি স্ক্রিনে লুপে চালানো থাকবে আর্জেন্টিনা অধিনায়কের ট্রফি জেতার বিভিন্ন মুহূর্ত। সেখানে একটা সিংহাসনও রয়েছে। রয়েছে মেসির মূর্তিও। ৮৯৬টি ফুটবল দিয়ে মিউজিয়ামের খোলা ছাদ। সব মিলিয়ে ৯০০ গোলের থেকে ৪ গোল দূরে রয়েছেন এলএম৭। প্রত্যেক গোলকেই উৎসর্গ করে একেকটা ফুটবল। সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে মেসির বাড়ি। মেসি ভক্তদের জন্য থাকছে কুইজ, বিভিন্ন মেমোরি গেমও। প্রশ্ন হল মেসির বাড়ি দেখার জন্য কত রাখা হয়েছে এন্ট্রি ফি? উত্তর হল মাত্র ১০ টাকা।
