shono
Advertisement

Breaking News

Bengal Super League

বিএসএলে মেদিনীপুরের বিরুদ্ধে জয়ী নর্থ চব্বিশ পরগনা, শক্তিশালী সুন্দরবনকে হারাল বর্ধমান

পয়েন্ট টেবিলে শীর্ষে রয়েছে জেএইচআর রয়্যাল সিটি।
Published By: Prasenjit DuttaPosted: 07:46 PM Jan 08, 2026Updated: 07:46 PM Jan 08, 2026

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বেঙ্গল সুপার লিগে আজ ছিল ডবল হেডার। দুপুরে নর্থ চব্বিশ পরগনা এফসি মুখোমুখি হয়েছিল এফসি মেদিনীপুরের। বিকেলে ছিল বর্ধমান ব্লাস্টার্স বনাম সুন্দরবন বেঙ্গল অটো এফসি। দু'টি ম্যাচে জয়ের হাসি হেসেছে নর্থ চব্বিশ পরগনা এবং বর্ধমান। 

Advertisement

অরবিন্দ স্টেডিয়াম হল মেদিনীপুরের ঘরের মাঠ। অর্থাৎ বিপক্ষের ডেরায় গিয়ে দুরন্ত জয় পেল উত্তর চব্বিশ পরগনা। যদিও ঘরের মাঠে দুরন্ত শুরু করে মেদিনীপুর। ৮ মিনিটেই ওয়াত্তারার গোলে এগিয়ে যায় তারা। তবে গোলের আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। ১৪ মিনিট পর অমিতের গোলে সমতায় ফেরে নর্থ চব্বিশ পরগনা। সমতায় ফিরেই আরও আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় তারা। ৩৫ মিনিটে জোমুয়ানসাঙ্গার গোলে ব্যবধানও বাড়ে। প্রথমার্ধের ফলফল ছিল নর্থ চব্বিশ পরগনার পক্ষে ২-১। দ্বিতীয়ার্ধে কোনও পক্ষই কোনও গোল করতে পারেনি। ম্যাচ জিতে মাঠ ছাড়ে নর্থ চব্বিশ পরগনা।

বেঙ্গল সুপার লিগের অপর ম্যাচে তৃতীয়বার হারের মুখে পড়ল মেহতাব হোসেনের সুন্দরবন। ঘরের মাঠ ক্যানিং স্টেডিয়ামে খেলার সুবিধা নিতে ব্যর্থ হলেন সুন্দরবনের ফুটবলাররা। বর্ধমানকে ৯ মিনিটের মধ্যে এগিয়ে দেন চিজোবা। এরপর অজস্রবার সুযোগ পেয়েও গোলের দেখা পায়নি সুন্দরবন। খেলা শেষ হয় বর্ধমানের পক্ষে ১-০ অবস্থায়। 

পয়েন্ট টেবিলে শীর্ষে রয়েছে জেএইচআর রয়্যাল সিটি। ৯ ম্যাচে তাদের পয়েন্ট ১৮। দ্বিতীয় স্থানে থাকা হাওড়া-হুগলি ওয়ারিয়ার্সের থেকে তারা ২ পয়েন্টে এগিয়ে। ৮ ম্যাচে ১৬ পয়েন্টে তারা। ৯ ম্যাচে সুন্দরবনের ১৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে সুন্দরবন বেঙ্গল অটো এফসি। ৯ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে চতুর্থ নর্থ চব্বিশ পরগনা। ৯ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে পঞ্চমে উঠে এল বর্ধমান। ৯ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে ছয়ে নর্থবেঙ্গল। এরপর রয়েছে এফসি মেদিনীপুর। তাদের পয়েন্ট ৯ ম্যাচে ৮। জয়হীন কোপা টাইগার্স সবার শেষে। তাদের পয়েন্ট ২।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বেঙ্গল সুপার লিগে আজ ছিল ডবল হেডার।
  • দুপুরে নর্থ চব্বিশ পরগনা এফসি মুখোমুখি হয়েছিল এফসি মেদিনীপুরের।
  • বিকেলে ছিল বর্ধমান ব্লাস্টার্স বনাম সুন্দরবন বেঙ্গল অটো এফসি।
Advertisement