সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করলেন মোহনবাগান ফুটবলার অনিরুদ্ধ থাপা। বিবাহবন্ধনে আবদ্ধ হলেন তিনি। বুধবার মোহনবাগানের সোশাল মিডিয়ায় একটি পোস্ট করে তাঁকে শুভেচ্ছা জানানো হয়। তাঁকে অভিনন্দন জানিয়েছেন সবুজ-মেরুন সমর্থকরাও।
দেশের অন্যতম সেরা সেন্ট্রাল মিডিও অনিরুদ্ধ থাপা (Anirudh Thapa)। ২০২৩ সালে তিনি মোহনবাগানে সই করেছিলেন। তাঁর সঙ্গে পাঁচ বছরের চুক্তি করেছিল সবুজ-মেরুন। তখন সবুজ-মেরুন কোচ ছিলেন জুয়ান ফেরান্দো। মোহনবাগানে যোগ দেওয়ার আগে চেন্নাইয়িন এফসি'র হয়ে পাঁচ মরশুম খেলেছিলেন অনিরুদ্ধ। এহেন ফুটবলারের 'হলদি'র ছবি সোশাল মিডিয়ায় দেখা গিয়েছিল গতকাল। আর বুধবার তাঁর সাত পাকে বাঁধা পড়ার ভিডিও এবং ছবি পোস্ট করল মোহনবাগান।
সেন্ট্রাল মিডিও হিসেবে খেললেও অ্যাটাকিং থার্ডে তিনি সমান সাবলীল। ঠিকানা লেখা পাস বাড়ানোয় সমান দক্ষ। তাঁর সবচেয়ে বড় গুণ হল যে কোনও ফর্মেশনের সঙ্গে মানিয়ে নিতে পারেন তিনি। মোহনবাগানের এখন পর্যন্ত হয়ে ৪১টি ম্যাচ খেলেছেন ২৭ বছর বয়সি এই ফুটবলার। তাছাড়া ভারতীয় দলের জার্সি গায়ে ৫৯টি ম্যাচ খেলার অভিজ্ঞতাও রয়েছে তাঁর। রয়েছে ৪টি আন্তর্জাতিক গোল।
গত বছরের ডিসেম্বর মাসে বিয়ে হয়েছিল মনবীরের। ডিসেম্বরের শুরুতে বাবা হয়েছেন তিনি। সোশাল মিডিয়ায় পুত্রসন্তানের আগমনের খবর ভাগ করে নিয়েছেন মোহনবাগানের তারকা ফুটবলার। সন্তানের নাম রেখেছেন জয়বীর। সোশাল মিডিয়ায় মনবীর, তাঁর স্ত্রী অসমিন ও নতুন সদস্যের জন্য উপচে পড়ে শুভেচ্ছা-ভালোবাসা। এবার প্রকাশ্যে এল অনিরুদ্ধর গাঁটছড়া বাঁধার কথা। তাঁর জন্য আগামী দিনের শুভকামনায় সবুজ-মেরুন সমর্থকরা।
