দুলাল দে: ভোটের দামামা বেজে গিয়েছে মোহনবাগানে। নির্বাচন প্রক্রিয়া নিয়ে কাজ শুরু করে দিয়েছে অসীম রায়ের নেতৃত্বাধীন নির্বাচনী বোর্ড। এবার মোহনবাগানের প্রাক্তন সচিব সৃঞ্জয় বোসের মতামত শুনল পাঁচ সদস্যের বোর্ড। জানা গিয়েছে, নির্বাচন পদ্ধতি নিয়ে আগেই বেশ কিছু মতামত দিয়েছিলেন প্রাক্তন সচিব। সেই নিয়ে আলোচনা করতেই বুধবার ফের তাঁর সঙ্গে বৈঠকে বসে বোর্ড।

পাঁচ সদস্য়ের বোর্ডের সঙ্গে কী কথা হল সৃঞ্জয় বোসের? সেই নিয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম রায় বলেন, "উনি প্রাক্তন সচিব। নির্বাচন প্রক্রিয়া নিয়ে তাঁর মতামত থাকতেই পারে। সেগুলো শোনার জন্যই আজ ওনার সঙ্গে কথা হয়েছে। তবে কী নিয়ে আলোচনা হয়েছে, সেগুলো এখনই প্রকাশ্যে আনার প্রয়োজন নেই। তবে ওনার পরামর্শ মেনে যদি ভবিষ্যতে কোনও পদক্ষেপ করা তাহলে তো সকলে জানতেই পারবেন।" নিজের বক্তব্য পেশ করার পরে বেরিয়ে যান প্রাক্তন সচিব।
মোহনবাগানের নির্বাচন কবে হবে? প্রশ্নের জবাবে নির্বাচনী বোর্ডের প্রধান বলেন, পুরোটাই নির্ভর করছে সদস্যপদ নবীকরণের উপর। দশ হাজারেরও বেশি ভোটার রয়েছেন মোহনবাগানে। তারমধ্যে ৬ হাজার ভোটার ইতিমধ্যেই নিজেদের সদস্যপদ নবীকরণ করিয়ে ফেলেছেন। বাকিরাও যেন নবীকরণ করাতে পারেন, তার জন্য বাড়তি সময় দেওয়া হয়েছে সদস্যদের। বোর্ড চায়, যত বেশি সম্ভব সদস্যকে ভোটদানের সুযোগ দেওয়া হোক।
কোথায় ভোটগ্রহণ হবে, বোর্ড সেই সিদ্ধান্ত নেবে সদস্যপদ নবীকরণের পরে। ভোটার তালিকা তৈরি করে ক্লাবে প্রকাশ করা হবে। সেখানে প্রয়োজনমতো সংশোধনও করা যাবে। সংশোধিত ভোটার তালিকা তৈরির পরেই শুরু হবে মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়া। তারপর সিদ্ধান্ত নেওয়া হবে, বিপুল সংখ্যক সদস্যরা কোথায় ভোট দেবেন। ক্লাব ছাড়াও বেশ কিছু বিকল্প জায়গার কথা ভেবে রাখা হচ্ছে।