shono
Advertisement
East Bengal

এবার চোট হিজাজির, মুম্বই ম্যাচের আগে ইস্টবেঙ্গল যেন মিনি হাসপাতাল

অনুশীলন চলাকালীন ডান হাঁটুতে গুরুতর চোট পান হিজাজি।
Published By: Anwesha AdhikaryPosted: 04:15 PM Jan 29, 2025Updated: 04:15 PM Jan 29, 2025

স্টাফ রিপোর্টার: চোট সমস্যা যেন পিছন ছাড়ছে না ইস্টবেঙ্গলের। মঙ্গলবার অনুশীলনে চোট পেয়ে মাঠ ছাড়লেন হিজাজি মাহের। এই ডিফেন্ডারের হাঁটুর চোট গুরুতর বলেই মনে করা হচ্ছে। বুধবার চোটের জায়গায় স্ক্যান হবে।

Advertisement

জানা গিয়েছে, মঙ্গলবার অনুশীলন চলাকালীন ডান হাঁটুতে গুরুতর চোট পান হিজাজি। প্রচণ্ড যন্ত্রণায় কাতরাতে থাকেন। সাপোর্ট স্টাফের কাঁধে ভর দিয়ে কোনওমতে মাঠ ছেড়ে বেরন। ব্যথা এতটাই তীব্র ছিল, লাল-হলুদের তারকা ডিফেন্ডার নাকি কেঁদে ফেলেছিলেন। প্রাথমিকভাবে অনুমান, বেশ কয়েকটি ম্যাচে নামতে পারবেন না জর্ডনের ডিফেন্ডার।

এমনিতেই সল ক্রেসপো, আনোয়ার আলিরা দীর্ঘদিন বাইরে। প্রভাত লাকড়া, মহম্মদ রাকিপরা এখনও ম্যাচ ফিট নন। শেষ ম্যাচে অবশ্য মাঠে ফিরেছেন হেক্টর ইউস্তে। তবে তিনি একশো শতাংশ ফিট কিনা, সেই নিয়ে প্রশ্ন রয়েছে। এরমধ্যে এবার ফের প্রশ্ন উঠছে ক্লেটন সিলভাকে নিয়ে। মরশুমের শুরু থেকেই পিঠের চোট সমস্যায় ফেলছে তাঁকে। শেষ দু'দিন অনুশীলনেও দেখা যায়নি। কোথায় গেলেন তিনি? খোঁজ নিয়ে জানা গেল, পিঠে ফের সমস্যা হচ্ছে। তাই মুম্বইয়ে টিম ডাক্তারের কাছে গিয়েছেন তিনি।

অন্যদিকে, মুম্বইয়েই বুধবার অনন্ত যোশীর অধীনে অস্ত্রোপচার হওয়ার কথা মাদিহ তালালের। তারপর দিন চারেক পর্যবেক্ষণে থাকবেন তিনি। এভাবে একের পর এক ফুটবলার চোট পাওয়ায় হতাশ হয়ে পড়েছেন লাল-হলুদ ব্রিগেডের হেডস্যর অস্কার ব্রুজো। মঙ্গলবার হিজাজি চোট পাওয়ার পরে তিনি বলেন, "আমার আর কিছু বলার নেই। এইসব দেখে আমি ক্লান্ত। আমি জানি না কবে সব বাধা কাটবে!" উল্লেখ্য, চোটের কারণে সেরা প্রথম একাদশ নামাতেই পারছেন না ইস্টবেঙ্গল কোচ। আগামী শুক্রবার মুম্বই সিটি এফসির বিরুদ্ধে খেলতে নামবে লাল-হলুদ ব্রিগেড। সেই ম্যাচে কীভাবে দল সাজাবেন, সেই নিয়ে চিন্তার ভাঁজ ব্রুজোর কপালে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সল ক্রেসপো, আনোয়ার আলিরা দীর্ঘদিন বাইরে। প্রভাত লাকড়া, মহম্মদ রাকিপরা এখনও ম্যাচ ফিট নন।
  • প্রশ্ন উঠছে ক্লেটন সিলভাকে নিয়ে। মরশুমের শুরু থেকেই পিঠের চোট সমস্যায় ফেলছে তাঁকে।
  • মুম্বইয়েই বুধবার অনন্ত যোশীর অধীনে অস্ত্রোপচার হওয়ার কথা মাদিহ তালালের। তারপর দিন চারেক পর্যবেক্ষণে থাকবেন তিনি।
Advertisement