shono
Advertisement
ISL 2024-25

চোট-কার্ডে জেরবার ইস্টবেঙ্গল, ছাংতেদের নিয়ে ভাবনা অস্কারের

সুপার সিক্সের দৌড়ে থাকতে হলে জেতা ছাড়া কোনও উপায় নেই লাল-হলুদের কাছে।
Published By: Anwesha AdhikaryPosted: 01:21 PM Jan 31, 2025Updated: 04:44 PM Jan 31, 2025

স্টাফ রিপোর্টার: ঘরের মাঠে শেষ সাক্ষাতে শেষবেলার ভুলে ম্যাচ হারতে হয়েছে। তাই শুক্রবার মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে নামার আগে বেশ সতর্ক ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজো। এমনিতে চোট আর কার্ডে জেরবার দলের প্রথম একাদশ সাজানোই চ্যালেঞ্জ লাল-হলুদ কোচের কাছে। তার উপর তারকাখচিত প্রতিপক্ষ চাপে রাখছে তাঁকে।

Advertisement

একদা মুম্বইয়ের সহকারী কোচ হিসাবে কাজ করা অস্কারের কথায়, "মুম্বই ভালো দল। পয়েন্ট টেবলের অবস্থান দিয়ে ওদের শক্তির বিচার করলে হবে না। ছাংতে, বিপিন, ব্রেন্ডনের মতো প্লে-মেকার রয়েছে মুম্বইয়ে। এমন প্রতিপক্ষকে হালকা ভাবে নিলে চলবে না।" অবশ্য সুপার সিক্সের দৌড়ে থাকতে হলে জেতা ছাড়া কোনও উপায়ও নেই লাল-হলুদের কাছে। এই ম্যাচে প্রথমবার ডিপ ডিফেন্সে দেখা যাবে লালচুংনুঙ্গা ও হেক্টর ইউস্তের জুটি। নতুন পার্টনারের সঙ্গে বোঝাপড়া নিয়ে সমস্যা হবে না বলেই মনে করছেন হেক্টর। অন্যদিকে নুঙ্গার বক্তব্য, যে কোনও পরিস্থিতিতেই তিনি নিজের সেরাটা দিতে চান।

শুক্রবার সকালে শহরে অনুশীলন সেরে বিকালের বিমানে মুম্বই গিয়েছে ইস্টবেঙ্গল। চোটের জন্য দলের সঙ্গে যাননি সল ক্রেসপো, হিজাজি মাহের, ক্লেটন সিলভা, মহম্মদ রাকিপরা। চোটের তালিকায় থাকা প্রভাত লাকড়া অবশ্য গিয়েছেন। কার্ড সমস্যায় মুম্বইয়ের বিরুদ্ধে নেই জিকসন সিং। তাঁর পরিবর্তে রাইট ব্যাক হিসাবে খেলবেন কার্ড সমস্যা মিটিয়ে ফেরা নন্দকুমার।

আজ আইএসএলে
মুম্বই সিটি এফসি বনাম ইস্টবেঙ্গল সন্ধ্যা ৭.৩০, মুম্বই, স্পোর্টস ১৮

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • চোট আর কার্ডে জেরবার দলের প্রথম একাদশ সাজানোই চ্যালেঞ্জ লাল-হলুদ কোচের কাছে।
  • এই ম্যাচে প্রথমবার ডিপ ডিফেন্সে দেখা যাবে লালচুংনুঙ্গা ও হেক্টর ইউস্তের জুটি।
  • শুক্রবার সকালে শহরে অনুশীলন সেরে বিকালের বিমানে মুম্বই গিয়েছে ইস্টবেঙ্গল।
Advertisement