shono
Advertisement
Jadavpur University

লালে লাল যাদবপুর! বিশ্ববিদ্যালয়ে সমবায় ভোটে বিপুল জয় বাম প্রার্থীদের

শাসকদল নানাভাবে এই নির্বাচনে বাধা তৈরি করছিল বলে অভিযোগ ওঠে।
Published By: Sucheta SenguptaPosted: 11:55 PM Feb 28, 2025Updated: 11:59 PM Feb 28, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বরাবর বামেদের শক্ত দুর্গ বলে পরিচিত ছিল কলকাতা লাগোয়া দক্ষিণ ২৪ পরগনার উন্নত এলাকা যাদবপুর। কালক্রমে শূন্যে পৌঁছনো বামেরা অবশ্য সেই ঘাঁটিও হারিয়েছে। তবু শিকড় রয়ে গিয়েছে। আর তারই প্রতিফলন ঘটল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমবায় ভোটে। কো-অপারেটিভ ক্রেডিট সোসাইটির ৫৮টি আসনে নির্বাচন হয় শুক্রবার। এর মধ্যে ৫১ টি আসনেই জিতেছেন বাম প্রার্থীরা, আর শাসকদলের প্রার্থীরা জয়লাভ করেছেন ৭ আসনে।

Advertisement

২০২১ সালের পর থেকে বেশ কয়েক বছর ধরেই সরকারি নির্দেশে আটকে ছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কো-অপারেটিভ ক্রেডিট সোসাইটির নির্বাচন। বহু লড়াইয়ের পর এবছর নির্বাচনের সম্মতি দেয় আদালত। তবে অভিযোগ, আইনি অনুমোদনের পরও শাসক দলের সমর্থনে নানাভাবে এই নির্বাচনে বাধা তৈরি করা হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আধিকারিক এবং শিক্ষাকর্মীদের মিলিত প্রচেষ্টায় এই সমস্ত 'অপচেষ্টা'কে ব্যাহত করে অবশেষে মোট ৫৮ আসনে শুক্রবার নির্বাচন হল। তাতে অংশ গ্রহণ করেন প্রায় ১২৫ জন প্রার্থী।

ফলাফল প্রকাশিত হতেই দেখা গেল, শিক্ষক-আধিকারিক ও শিক্ষাকর্মীদের সমর্থিত গণতান্ত্রিক প্রার্থীরা 'করমর্দন' চিহ্নে বিপুলভাবে জয়ী হয়েছেন। তাঁরা পেয়েছেন একান্নটি আসন। অন্যদিকে, শাসকদলের সমর্থন পুষ্ট প্রার্থীরা জয়ী হয়েছেন সাতটি আসনে। বিশ্ববিদ্যালয়ের কো-অপারেটিভ ক্রেডিট সোসাইটি নির্বাচনে অংশগ্রহণকারী সমস্ত কর্মীকে অভিনন্দন জানিয়েছেন নির্বাচিত প্রতিনিধিরা। এবার তাঁদের সমন্বয়ে নতুন করে কো-অপারেটিভ ক্রেডিট সোসাইটি বোর্ড তৈরি হবে এবং নতুন পথে কাজ হবে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অন্দরের এই ভোটচিত্র ফের প্রমাণ করল, ক্ষয়িষ্ণু হলেও এখনও শক্তিহীন নয় বামেরা।  

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • যাদবপুর বিশ্ববিদ্যালয় কো-অপারেটিভ ক্রেডিট সোসাইটির ভোটে বিপুল জয় বামেদের।
  • ৫৮ টি আসনের মধ্যে ৫১টিতেই জয়ী বামপ্রার্থীরা, শাসকদল পেল ৭ আসন।
Advertisement