shono
Advertisement
Mohammedan SC

টানা পাঁচ হারের পর স্বস্তির ড্র, ওড়িশাকে আটকেও বছর শেষে 'লাস্ট বয়' মহামেডান

দ্বিতীয়ার্ধে জমাটি আক্রমণ সত্ত্বেও জয়ের দেখা পেল না মহামেডান।
Published By: Arpan DasPosted: 09:29 PM Dec 27, 2024Updated: 09:48 PM Dec 27, 2024

মহামেডান: ০
ওড়িশা এফসি: ০

Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টানা পাঁচ হারের পর স্বস্তির ড্র মহামেডানের। ওড়িশাকে আটকে এক পয়েন্ট ঘরে তুলল সাদা-কালো ব্রিগেড। যদিও এদিন জয়ের মুখ দেখতে পারত তারা। কিন্তু শেষ পর্যন্ত ড্র করেই সন্তুষ্ট থাকতে হবে চেরনিশভের দলকে। এক পয়েন্ট নিয়েও অবশ্য লিগ টেবিলে উন্নতি হল না তাদের। ১৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে বছর শেষে 'লাস্ট বয়' হয়েই রইল মহামেডান। 

ঘরের মাঠ কিশোর ভারতী স্টেডিয়ামে ভাঙাচোরা ডিফেন্স নিয়ে নেমেছিল মহামেডান। এমনিতে টানা পাঁচ ম্যাচে হার, চেরনিশভের ছেলেরা শেষ জয়ের দেখা পেয়েছিল সেপ্টেম্বর মাসে। ওড়িশা ম্যাচে পরিকল্পনা বদলের কথা জানিয়েছিলেন সাদা-কালো ব্রিগেডের কোচ। তাতে প্রথমার্ধে ডিফেন্সে যথেষ্ট কাজও হল। গোটা প্রথমার্ধ জুড়ে মহামেডানের গোলমুখে কোনও আক্রমণই শানাতে পারেনি ওড়িশা। এই আইএসএলে প্রথম কোনও দলের সঙ্গে এই ঘটনা ঘটল। জো জোহেরলিয়ানা ও ফ্র্যাঙ্ক ওগিয়েররা ভরসা দিলেন রক্ষণকে। আহমেদ জাহুকে ছাড়া সের্জিও লোবেরার দলের অনেক ফাঁকফোকর চোখে পড়ল। তবে তার সুবিধা খুব একটা নিতে পারেনি অ্যালেক্সিস গোমেজরা। বরং ৪০ মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়লেন ফ্রাঙ্কা।

দ্বিতীয়ার্ধে অনেকটাই সচল মনে হল সাদা-কালো ব্রিগেডকে। ৬০ মিনিটে অ্যালেক্সিসের দূরপাল্লার শট বারে লেগে ফিরে আসে। ৭২ মিনিটে ওড়িশার পতন বাঁচান অমরিন্দর সিং। ৭৩ মিনিটে ফের সুযোগ আসে মহামেডানের সামনে। মাঞ্জোকির হেড শরীর ছুঁড়ে কোনও রকমে বাঁচালেন অমরিন্দর। ম্যাচের শেষ মুহূর্তে কাসিমোভের শটও বাঁচান ওড়িশা গোলকিপার। কিন্তু জমাটি আক্রমণ সত্ত্বেও জয়ের দেখা পেল না মহামেডান। এদিন জয় পেলে অন্তত একধাপ উপরে ওঠার সুযোগ ছিল তাদের কাছে। তবে গোলের সুযোগ কাজে লাগাতে না পেরে চলতি বছর 'লাস্ট বয়' হয়েই শেষ করতে হবে মহামেডানকে। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • টানা পাঁচ হারের পর স্বস্তির ড্র মহামেডানের। ওড়িশাকে আটকে এক পয়েন্ট ঘরে তুলল সাদা-কালো ব্রিগেড।
  • যদিও এদিন জয়ের মুখ দেখতে পারত তারা। কিন্তু শেষ পর্যন্ত ড্র করেই সন্তুষ্ট থাকতে হবে চেরনিশভের দলকে।
  • এক পয়েন্ট নিয়েও অবশ্য লিগ টেবিলে উন্নতি হল না তাদের। ১৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে বছর শেষে 'লাস্ট বয়' হয়েই রইল মহামেডান। 
Advertisement